shono
Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সৌরভের পুলিশ হেফাজত

শুক্রবারই গ্রেপ্তার করা হয় তাকে।
Posted: 04:04 PM Aug 12, 2023Updated: 04:27 PM Aug 12, 2023

অর্ণব আইচ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ধৃতের পুলিশ হেফাজত। সৌরভ চৌধুরীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আগামী ২২ আগস্ট ফের আদালতে পেশ করা হবে তাকে।  

Advertisement

প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করেন তাঁর বাবা। অভিযোগের পরই পুলিশ সৌরভ চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, জেরায় মেলে একাধিক অসংগতি। তার জেরে রাতের দিকে গ্রেপ্তার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে। রাতভর জেরা করা হয় তাকে। শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় তাকে। আগামী ২২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

[আরও পড়ুন: সৌরভের সঙ্গে কীভাবে আলাপ হল নিহত স্বপ্নদীপের বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

ঠিক কী হয়েছিল বুধবার রাতে, তা জানতে মরিয়া তদন্তকারীরা। এই ঘটনায় পুলিশের স্ক্যানারে স্বপ্নদীপের বেশ কয়েকজন রুমমেট। শনিবার আরও ১১ জনকে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও উঠছে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে ফের পথে নেমে বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।

[আরও পড়ুন: সহপাঠিনীকে প্রেম নিবেদনে জোর! না পারায় স্বপ্নদীপকে ‘সমকামী’ বলে মশকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement