সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে এবার নয়া মোড়। জাতীয় মহিলা কমিশন তলব করেছে অভিযুক্ত বিবভ কুমারকে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কের বিরুদ্ধে বৃহস্পতিবারই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বাতী। তাঁর বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ একটি ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। সেখানে ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। বলা হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্তসহায়ক মারধর করেছেন তাঁকে। এমন অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ। তাঁদের সামনেও এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্বাতী। জানান, এ বিষয়ে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি। অবশেষে এদিন তা করলেন তিনি।
[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ঘুমের মধ্যেই তরুণীকে কোপালেন যুবক!]
জানা যাচ্ছে, এদিন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে এক দল এসে প্রায় চার ঘণ্টা কথা বলেছেন আপের (AAP) রাজ্যসভার সাংসদ। স্বাতী নাকি সোমবারই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিস্তারিত অভিযোগ করেছিলেন। তবে এদিন তাঁর অভিযোগ ও বয়ানের পর পুলিশ আইনি পদক্ষেপ করতে শুরু করল। এদিকে শুক্রবার সকাল ১১টার সময় বিবভ কুমারকে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে হাজিরে দিতেও বলা হয়েছে। অভিযোগ, গত সোমবারই কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে হেনস্তার শিকার হন স্বাতী। পরদিনই অভিযোগ মেনে নেয় আম আদমি পার্টি। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। যা অব্যাহত গত কয়েকদিন ধরেই।