সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুচক্র চলাকালীন পেটে লাথি মেরেছেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্তসহায়ক! পুলিশের কাছে দায়ের করা এফআইআরে বিস্ফোরক মন্তব্য় করলেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রীর বাড়িতে কীভাবে তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে, সমস্ত বিবরণ উল্লেখ করে এফআইআর দায়ের করেছেন স্বাতী।
দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে বৃহস্পতিবারই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বাতী (Swati Maliwal)। শুক্রবার সকালে দিল্লির তিস হাজারি আদালতেও গিয়েছেন তিনি। তার পর থেকেই প্রকাশ্যে এসেছে বৈভবের 'কুকীর্তি'। স্বাতী জানিয়েছেন, গত ১৩ মে কেজরির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন। সেখানেই আচমকা স্বাতীর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক।
[আরও পড়ুন: ১০ বছরে কেন সাংবাদিক সম্মেলন করেননি, আসল কারণ জানালেন মোদি]
এফআইআরে বলা হয়েছে, বসার ঘরে অপেক্ষা করছিলেন স্বাতী। কোনও কারণ ছাড়াই তাঁর সঙ্গে বচসা শুরু করেন বৈভব। সাত-আটবার স্বাতীর গালে চড় কষিয়ে দেন। মারধরের জন্য মাটিতে পড়ে যান স্বাতী। সেই অবস্থায় বুকে ও পেটে লাথি মারেন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক। বেশ কয়েকবার লাঠি দিয়েও মারা হয় স্বাতীকে। জানা গিয়েছে, ঘটনার সময়ে ঋতুস্রাব চলছিল আপ সাংসদের। সেই কথা বললেও বৈভবের মার থামেনি। হেনস্তার সময়ে বারবার সাহায্যের জন্য চিৎকার করলেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন স্বাতী।
বৃহস্পতিবার এফআইআর দায়ের করার পরে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের মেডিক্যাল চেক আপ করানো হয়। সেই রিপোর্টে বলা হয়, স্বাতীর মুখে একাধিক আঘাতের প্রমাণ মিলেছে। অন্যদিকে, এই ঘটনায় সুর চড়িয়েছে জাতীয় মহিলা কমিশন। সংস্থার প্রধান রেখা শর্মার দাবি, অভিযুক্ত বৈভবকেই সমর্থন করছেন কেজরিওয়াল। বৈভবের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাবে ভোটপ্রচারে ব্যস্ত বৈভব। তবে শনিবারের মধ্যে তাঁর খোঁজ না মিললে মহিলা কমিশনের সদস্যরা বৈভবের বাড়িতে হানা দেবেন।