সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে নিগ্রহের ঘটনাকে সাজানো বলে অভিযোগ তুলেছিলেন আপ মন্ত্রী অতিশী মারলেনা (Atishi Marlena)। নাম না করে এবার তাঁকে জেলের ঘানি টানানোর কড়া হুঁশিয়ারি দিলেন স্বাতী। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিজেপি যোগের যে অভিযোগ তোলা হয়েছে দলের তরফে তারও জবাব দিলেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন অধ্যক্ষ।
স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) নিগ্রহের ঘটনায় কেজরির আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। যার জেরে ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এদিকে এই মামলার পালটা স্বাতীর দিকেই অভিযোগ আঙুল তুলেছে আপ। সম্প্রতি দিল্লির মন্ত্রী অতিশী অভিযোগ করেন, নিজে মামলা থেকে বাঁচতে বিজেপির ইশারায় এই সব করছেন স্বাতী। তাঁর এহেন অভিযোগের পালটা দিয়ে সোমবার রাতে এক্স হ্যান্ডেলে আপের মন্ত্রীর বিরুদ্ধে পালটা তোপ দেগে স্বাতী লেখেন, 'গত কাল থেকে দিল্লির মন্ত্রী মিথ্যে গুজব ছড়াচ্ছেন। দাবি করা হচ্ছে, আমার বিরুদ্ধে এক দুর্নীতির মামলা থাকায় বিজেপির ইশারাতে নাকি এই সব করছি আমি।' নিজের বক্তব্য স্পষ্ট করে স্বাতী বলেন, '৮ বছর আগে ২০১৬ সালে আমার বিরুদ্ধে ওই এফআইআর দায়ের হয়েছিল। তার পর থেকে মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপাল দুজনের অনুমতিতে মহিলা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছি আমি। ওই মামলা পুরোপুরি মিথ্যা। দেড় বছর আগে উচ্চ আদালত জানিয়েছে কোনও টাকার লেনদেন হয়নি এবং ওই মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা।'
[আরও পড়ুন: রাতভর উদ্দাম পার্টি, মাদকের নেশায় উল্লাস বিধায়ক-নায়িকাদের! চাঞ্চল্য বেঙ্গালুরুতে]
একইসঙ্গে লেখেন, 'বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে পর্যন্ত এরা আমায় লেডি সিংহম বলত, আর আজ আমায় বলা হচ্ছে আমি নাকী বিজেপির এজেন্ট। সত্যি কথা বলার জন্য পুরো ট্রোল আর্মিকে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। দলের সব নেতা কর্মীদের ফোন করে বলা হচ্ছে স্বাতীর কোনও আপত্তিকর ভিডিও থাকলে তা পাঠানোর জন্য, যাতে তা ভাইরাল করা যায়।' এর পরই ওই মন্ত্রীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এরা আমার আত্মীয় পরিবারের গাড়ির নম্বর ধরে তাঁদের সমস্ত তথ্য প্রকাশ করে তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। যাইহোক এই মিথ্যে বেশি দিন টিকবে না। ক্ষমতার নেশায় কাউকে ছোট করার যে প্রক্রিয়া চলছে তা শীঘ্রই সামনে আসবে। এই মিথ্যে ছড়ানোর জন্য আমি ওঁকে জেলের ঘানি টানিয়ে ছাড়ব।'
[আরও পড়ুন: দুর্নীতির তদন্তে নেমে বিপুল টাকা ঘুষ, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সিবিআই আধিকারিক]
উল্লেখ্য, গত ১৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে স্বাতীকে নিগ্রহের ঘটনার তদন্তে পুলিশের তরফে দাবি করা হয়, সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ নষ্ট করেছেন বৈভব। এমনকী নিজের আইফোনও ‘ফরম্যাট’ করে দেন। ঘটনার তদন্তে নেমে রবিবার কেজরির বাড়ি গিয়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকে যে ডিজিটাল ভিডিও রেকর্ডারে (DVR) তা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ঘটনার দিন স্বাতীর যে কুর্তা ও জিন্স পরেছিলেন তা পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টের জন্য।