সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচ নিয়ে ক্রিকেট বিশ্বে ইতিমধ্যেই বিস্তর সমালোচনা শুরু হয়ে গিয়েছে। রানের খেলা ক্রিকেট বিশ্বকাপের এ কী হাল! অধিকাংশ ম্যাচেই দেড়শো টপকাতে কালঘাম ছুটছে তাবড় তাবড় দলের। সেই আক্ষেপ খানিকটা মিটল শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে। চলতি বিশ্বকাপে প্রথমবার ২০০ রানের গণ্ডি পেরোল কোনও দল। অস্ট্রেলিয়া করল ৭ উইকেটে ২০১ রান।
শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। আর সেই ম্যাচে বিস্ফোরক পারফরম্যান্স দু’দলের ওপেনিং জুটিরই। যেমন ৫ ওভার পর অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭০-১। পঞ্চম ওভারের শেষ বলে ফেরার আগে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার (১৬ বলে ৩৯)। তবে তাঁর মতো অন্য ওপেনার ট্রাভিস হেডেরও (১৮ বলে ৩৪) ইনিংস বিস্ফোরক ছিল, সঙ্গে ক্ষণস্থায়ী। তবে মিচেল মার্শ (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল (২৮), মার্কাস স্টয়নিসরা (৩০) মাঝের ওভারে রান ওঠার গতি ধরে রাখেন। শেষদিকে ১০ বলে অপরাজিত ১৭ রানের একটি ক্যামিও খেলেন ম্যাথু ওয়েড। ফলে অস্ট্রেলিয়া করে ফেলে ২০১ রান।
[আরও পড়ুন: ‘ক্রিকেটে যৌনতা কতটুকু দরকার?’ সপাটে জবাব কেকেআর কোচের]
হেড-ওয়ার্নারের পথ ধরেই দুরন্ত শুরু করেন ফিল সল্ট (২৩ বলে ৩৭) ও জস বাটলার (২৮ বলে ৪২)। কিন্তু তারপর আর সেভাবে রান পাননি কেউই। প্রথম সাত ওভারে উঠে গিয়েছিল ৭৩ রান, কোনও উইকেট না হারিয়েই। তারপরও অস্ট্রেলিয়ার করা ২০১-৭ স্কোর টপকে যেতে পারল না ইংল্যান্ড। বরং গতবারের চ্যাম্পিয়নরা থেমে গেল ১৬৫-৬ স্কোরেই। নিট ফল, ৩৬ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। উলটে বল হাতে দাপট দেখাল অজি বোলিং অ্যাটাক। প্যাট কামিন্স (২-২৩), অ্যাডাম জাম্পার (২-২৮) দাপটে মাথা তুলতে পারেনি ইংল্যান্ড।
[আরও পড়ুন: এক টিকিটের দাম দেড় কোটি টাকা! ভারত-পাক ম্যাচ নিয়ে মার্কিন মুলুকেও তুঙ্গে উন্মাদনা]
টানা দু’ম্যাচ জিতে আপাতত গ্রুপ ‘বি’-র শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সেখানে মাত্র ১ পয়েন্ট নিয়ে চারে বাটলাররা। এদিনের ম্যাচে একটি মজার রেকর্ড হয়েছে। এই প্রথম টি-২০ ক্রিকেটে সাড়ে তিনশোর বেশি রান হল, অথচ দু'দলের কোনও ব্যাটারই ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি। সব ব্যাটারই শুরুটা ভালো করেছেন। কিন্তু বড় রান কেউ পাননি।