Advertisement
কেদারনাথ-কোটিলিঙ্গেশ্বরের মন্দিরে পূজিতা মা কালী, বারাসতের কালীপুজোয় থিমের লড়াই
প্রতিমা দর্শনে দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।
বারাসতের কলোনি মোড় সংলগ্ন নবপল্লি সার্বজনীনের পুজো এবার ৪৩তম বছরে পড়েছে। এবছর মণ্ডপ তৈরি হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে। ১০০ফুটের বেশি উঁচু মণ্ডপের চারিদিক পাহাড়ে ঘেরা।
নবপল্লি সার্বজনীনের প্রতিমা তৈরি হয়েছে নটরাজ মূর্তির আদলে। প্রতিমা দর্শনে দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।
বারাসত হেলাবটতলা মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই সেজে উঠছে রেজিমেন্ট ক্লাবের প্যাণ্ডেল। এবছর তাঁদের থিম 'সৃষ্টি'।
বারাসত চাঁপাডালী মোড় থেকে টাকি রোড ধরে এগোলেই শতদল ক্লাবের পুজো। এবার থিম, ‘স্বপ্ন সুন্দর প্রকৃতির প্রত্যাশা’।
আলোর কারুকার্যে এক অন্যরকম পরিবেশ শতদল ক্লাবের মণ্ডপের ভিতরে। আলোর সঙ্গে মানানসই করে সাজানো হয়েছে প্রতিমা।
বারাসাত স্টেশন সংলগ্ন পাইনিয়ার ক্লাবের পুজো এবার পদার্পণ করল ৫০তম বর্ষে। এবছর মণ্ডপ তৈরি হয়েছে মরক্কোর কাসবা টাওয়ারের আদলে। দৈর্ঘ্য ৩২২ ফুট, উচ্চতা ৭০ফুট।
বারাসতের সন্ধানী ক্লাবের ৬২তম বছরের কালীপুজোর থিম ‘পাহাড় থেকে মা আসছেন সমতলে’। পাহাড়ের উপর তৈরি হয়েছে একটি মন্দির।
Published By: Tiyasha SarkarPosted: 04:33 PM Oct 25, 2022Updated: 04:33 PM Oct 25, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ