সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে কিছুতেই রোখা যাচ্ছে না তালিবানের (Taliban) অগ্রগতি। দুর্বার গতিতে কাবুলের দিকে এগিয়ে আসছে জেহাদিরা। গোটা বিশ্বের উদ্বেগ আরও মঙ্গলবার আফগানিস্তানে আট নম্বর প্রদেশ দখল করল তালিবান।
[আরও পড়ুন: মার্কিন সহায়তায় ফের পালটা মার আফগান সেনার! খতম শতাধিক Taliban]
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখল করে তালিবান। পাশাপাশি দেশের পশ্চিমের ফারাহ প্রদেশও কবজা করেছে জঙ্গিরা। মাত্র পাঁচদিনে দেশের আটটি প্রাদেশিক রাজধানী জেহাদিদের দখলে চলে যাওয়ায় রীতিমতো বেকায়দায় পড়েছে আফগান সেনাবাহিনী। যদিও পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি বলেই আশ্বাস দিয়েছে প্রেসিডেন্ট আশরফ ঘানির প্রশাসন। নিজের গোপন ডেরা থেকে বাঘলানের মিলিশিয়া কমান্ডার মহম্মদ কামিন বাঘলানি বলেন, “মঙ্গলবার পুল-ই-খুমরি দখল করেছে তালিবান। শহরটিতে গিজগিজ করছে জঙ্গিরা। প্রচুর চাপ আসছে। তালিবানকে ঠেকানো যাচ্ছে না। আমাদের সৈন্যরা আরও দক্ষিণের দিকে পিছিয়ে গিয়েছে।” নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, ফরাহ শহরের মূল কারাগার দখল করে সমস্ত বন্দিদের ছেড়ে দিয়েছে তালিবান। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা। প্রাণ বাঁচাতে শহরের বাইরে একটি সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সরকারি কর্মীরা।
উল্লেখ্য, মার্কিন ফৌজ সরতেই বিগত কয়েকদিনে অত্যন্ত দ্রুতগতিতে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ দখল করেছে তালিবান। তবে এখনও পর্যন্ত লড়াইয়ে বেকায়দায় পড়া আফগান সেনাকে মদত জুগিয়ে এসেছে মার্কিন বিমানবাহিনী। জঙ্গিঘাঁটিগুলির উপর বোমাবর্ষণ করছে আমেরিকার যুদ্ধবিমানগুলি। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মতো আগস্টের ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে পাততাড়ি গুটিয়ে ফিরে আসবে মার্কিন ফৌজ। সে দেশে অবস্থা জটিল হলেও আমেরিকার ‘দীর্ঘতম লড়াই’ শেষ করার সংকল্প থেকে যে পিছু হঠবেন না বাইডেন তা স্পষ্ট। তাই ভবিষ্যতে মার্কিন বায়ুসেনার মদতও পাবে না আফগান ফৌজ বলেই আশঙ্কা বিশ্লেষকদের। সেই জল্পনা আরও বাড়িয়ে সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, “সে দেশ রক্ষার দায়িত্ব তাদের। এটা ওদের লড়াই। পরিস্থিতি সঠিক দিকে এগোচ্ছে না।” এহেন পরিস্থিতিতে তালিবানের কাবুল দখল সময়ের অপেক্ষা মাত্র।