সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে ক্রমে নিজের স্বরূপ প্রকাশ করছে তালিবান (Taliban)। এবার সংবাদকর্মীদের উপর নেমে এসেছে জেহাদিদের খাঁড়া। এবার রাজধানী কাবুলের কাছে তুফানি ওমারি নামে এক সাংবাদিককে হত্যা করল তালিবান জঙ্গিরা।
[আরও পড়ুন: তালিবানি বর্বরতা! আঁটসাঁট পোশাক পরে একা বাইরে বেরিয়ে গুলিকতে ঝাঁজরা Afghan তরুণী]
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার কাবুলের উত্তর পূর্বের দেহ সাবজ জেলায় ‘পাখতিয়া ঘাগ’ রেডিও স্টেশনের এডিটর-ইন-চিফ তুফানি ওমারিকে হত্যা করে জঙ্গিরা। পাশাপাশি, হেলমন্দ প্রদেশে নিয়ামতোল্লাহ হেমাত নামের এক সাংবাদিককে অপহরণ করে জেহাদিরা। বলে রাখা ভাল, আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ সরতেই ভীমবিক্রমে যুদ্ধ শুরু করেছে তালিবান। দেশটির অর্ধেকেরও বেশি জায়গা দখল করেছে জঙ্গিরা। রবিবার কুন্দুজ (Kunduz) দখলের ঠিক কয়েকঘণ্টার মধ্যে আবার পাশের সর-ই-পুলেও থাবা বসাল তালিবানি জঙ্গিরা। এই দুটিই প্রাদেশিক রাজধানী শহর। বিশেষত কুন্দুজ প্রদেশটি তালিবানদের দখলে চলে যাওয়া আফগানিস্তানের (Afghanistan) সাম্প্রতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। যুদ্ধবিধ্বস্ত ‘কাবুলিওয়ালা’র দেশ থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকেই ফের তালিবানি অত্যাচারের মুখে পড়েছেন আফগানিরা। ধাপে ধাপে আফগান সেনাবাহিনীকে পরাস্ত করে একেকটি এলাকা নিজেদের দখলে এনে ফের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে জঙ্গিগোষ্ঠী। আর মহিলা, সমাজকর্মী ও সাংবাদিকদের উপর লাগাতার হামলা হচ্ছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির পর জনপ্রিয় কৌতুকশিল্পী নজর মহম্মদ ওরফে খাসা জোয়ানকে খুন করে তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের এই পৈশাচিক ঘটনায় রীতিমতো কেঁপে ওঠেছে গোটা বিশ্ব। কান্দাহারে নিজের বাড়ি থেকে কমেডিয়ান তথা আফগান পুলিশের প্রাক্তন কর্মী নজর মহম্মদকে তুলে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়েই প্রচণ্ড মারধর করা হয় তাঁকে। তার পরে গাড়ি থেকে নামিয়ে, গাছে বেঁধে লোকটির গলা কেটে ফেলে জঙ্গিরা। এই ঘটনার নেপথ্যে তালিবানের হাত রয়েছে বলে দাবি করেছে নিহত শিল্পীর পরিবার। এই ভয়াবহ ভিডিও টুইটারে পোস্ট করে আফগানিস্তানে কর্মরত এক বিদেশি সাংবাদিক দাবি করেছেন, এই হত্যাকাণ্ড তালিবানের কাজ।