সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরোধ শেষ! নর্দান অ্যালায়েন্স শেষদুর্গ পঞ্জশির দখল করেছে তালিবান (Taliban)। এই পরিস্থিতি দেশ ছাড়লেন প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা তথা আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh)। এমনটাই দাবি করল তালিবান। তাদের কথায়, তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন সালেহ। যদিও এনিয়ে আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রবিবার রাতেই পঞ্জশিরে সংঘর্ষ থামানোর বার্তা দেন মাসুদ আহমেদ। সোমবার সকালেই গোটা পঞ্জশির দখল করে নেওয়ার দাবি জানায় তালিবান (Taliban Terror)। এর পরই আমরুল্লাহ সালেহ দেশ ছেড়েছেন বলে খবর সামনে এসেছে। জল্পনা মতোই তিনি তাজিকিস্তানে (Tajikistan) আশ্রয় নিয়েছেন বলে খবর। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, এর আগেও সালেহের দেশছাড়ার খবর পাওয়া গিয়েছিল। আম্তর্জাতিক সংবাদ মাধ্যমে সে খবর ছড়িয়েছিল। পরে অবশ্য তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন খোদ সালেহ। এবার কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: Taliban Terror: সরকার গঠনের প্রক্রিয়া শেষ! তালিবানের অতিথি তালিকায় চিন-পাকিস্তান-রাশিয়া, বাদ ভারত]
সোমবার সকালে তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দাবি করেন, ‘আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানেরই দখল নিয়েছে তালিবান।’ যদিও এই দাবির পাল্টা নর্দার্ন অ্যালায়েন্স জানিয়েছে, মিথ্যা দাবি করছে তালিবান। ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’-এর টুইট, ‘তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব ততদিন লড়াই চলবে।’ যদিও এই বিষয়ে এখনও আমরুল্লাহ সালেহ বা আহমদ মাসুদের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
রবিবার যুদ্ধবিরতির ডাক দেয় নর্দার্ন অ্যালায়েন্স। প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ নিজেদের ফেসবুক পেজেই তালিবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। তিনি ওই পোস্টে লেখেন, “জাতীয় প্রতিরোধ বাহিনী বর্তমান সমস্যার সমাধানে যুদ্ধ শেষ করে তালিবানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।” তিনি আরও জানান, তালিবানরা পঞ্জশির ও আন্দারাবে হামলা চালানো বন্ধ করলে তবেই তারাও যুদ্ধ শেষ করবে। উলেমা কাউন্সিলের উপস্থিতিতে দুই পক্ষের তরফেই বড় বাহিনী নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন মাসুদ।