shono
Advertisement
IPL Streaming Case

অবৈধ অ্যাপে আইপিএল স্ট্রিমিংয়ের প্রচার, সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়াকে তলব করল পুলিশ

এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্তর তরফ থেকে।
Posted: 10:30 AM Apr 25, 2024Updated: 01:34 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপাকে পড়লেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা সঞ্জয় দত্ত। অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের (IPL Streaming Case) সঙ্গে নাম জড়ানোয় মহারাষ্ট্রের সাইবার সেল তলব করল বলিউডের এই দুই অভিনেতাকে। জানা গিয়েছে, ২৯ এপ্রিলের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দিতে হবে। যদিও ২৩ এপ্রিল সঞ্জয় দত্তর হাজিরা থাকলেও, তিনি অনুপস্থিত ছিলেন।

Advertisement

'ফায়ার প্লে' নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্য়াপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্য়াপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়লেন সঞ্জয় ও তামান্না।

[আরও পড়ুন: চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা! বালুরঘাটে প্রচারে গিয়ে কী ঘটল?]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে এই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের স্বত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্য়াপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম।

তবে এখন পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্তর তরফ থেকে।

[আরও পড়ুন: ২০০ কোটি দিয়ে নিজেই ‘ডন’ হয়ে ফিরছেন ‘কিং’ শাহরুখ, ধোপে টিকবেন রণবীর-ফারহান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement