shono
Advertisement

বিয়ে করলেন ‘কারাগার’ খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিন, পাত্র কে?

স্বামীকে নিয়ে কী লিখলেন তাসনিয়া?
Posted: 07:45 PM Aug 14, 2023Updated: 07:45 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আট বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেল ১১ আগস্ট। সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে ছবি দিয়ে অনুরাগীদের সুখবর দিলেন তাসনিয়া।

Advertisement

লম্বা পোস্টে তাসনিয়া লিখলেন, ”সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগস্ট পরিণতি পেল।’’ একই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন অভিনয়ে আসার অনেক আগে কলেজ জীবনে এই মানুষটিরই প্রেমে পড়েন তিনি। তাসনিয়া আরও লিখলেন, ‘সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি।” তবে বরের সঙ্গে আলাপ করালেও, তাসনিয়া কিন্তু স্বামীর মুখ গোপনই রেখেছেন।

[আরও পড়ুন: ‘খুনের বিচার চাই’, যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে পিটিশন দাখিল করে জমায়েতের ডাক ঋতুপর্ণার]

সম্প্রতি তাসনিয়াকে দেখা গিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগারে’। নজর কেড়েছিলেন অতনু ঘোষের ছবি আরো এক পৃথিবীতেও। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও সমান জনপ্রিয় তাসনিয়া।

[আরও পড়ুন: অ্যাকশন দৃশ্য করতে দিয়ে বিপত্তি, শুটিং ফ্লোরে আহত বরুণ ধাওয়ান ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement