shono
Advertisement

কুন্তল-তাপস-নীলাদ্রির চার্জশিটে অভিযুক্তদের কেন সাক্ষী বলে উল্লেখ? আদালতে ভর্ৎসিত CBI

আগামী ৩০ মে মামলার পরবর্তী শুনানি।
Posted: 03:26 PM May 19, 2023Updated: 03:26 PM May 19, 2023

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি  ঘোষের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে অভিযুক্তদের কেন সাক্ষী হিসাবে পেশ করা হল, সে প্রশ্ন তোলেন বিচারক। আগামী ৩০ মে মামলার পরবর্তী শুনানি।

Advertisement

বৃহস্পতিবার কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই সিবিআই চার্জশিট দাখিল করে। ৩০ পাতার এই চার্জশিট শুক্রবার খতিয়ে দেখেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তাঁর পর্যবেক্ষণ, সিবিআই চার্জশিটে যাদের সাক্ষী হিসাবে উল্লেখ করেছে তাদের মধ্যে কেউ কেউ নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। বেনিয়মে হওয়া ওই সরকারি কর্মীদের বিরুদ্ধে প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টে গত অক্টোবরেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। তবে তেমন কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি।

[আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি, ইউক্রেনে ‘দ্য গ্রেট গেম’ ব্রিটেন-রাশিয়ার!]

এমনকী তাঁদের অভিযুক্তের পরিবর্তে সাক্ষী হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে প্রশ্ন করেন, কেন অভিযুক্তদের সাক্ষী হিসাবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে? এভাবে আদালত অবমাননা করা হচ্ছে, সে প্রশ্নও করেন বিচারক। সিবিআইকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেন বিচারক। আগামী ৩০ মে মামলার পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: নাড্ডার আপ্ত সহায়ক সেজে ফোন! BJP বিধায়কদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর ছক প্রতারকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement