অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে অভিযুক্তদের কেন সাক্ষী হিসাবে পেশ করা হল, সে প্রশ্ন তোলেন বিচারক। আগামী ৩০ মে মামলার পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই সিবিআই চার্জশিট দাখিল করে। ৩০ পাতার এই চার্জশিট শুক্রবার খতিয়ে দেখেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তাঁর পর্যবেক্ষণ, সিবিআই চার্জশিটে যাদের সাক্ষী হিসাবে উল্লেখ করেছে তাদের মধ্যে কেউ কেউ নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। বেনিয়মে হওয়া ওই সরকারি কর্মীদের বিরুদ্ধে প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টে গত অক্টোবরেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। তবে তেমন কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি।
[আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি, ইউক্রেনে ‘দ্য গ্রেট গেম’ ব্রিটেন-রাশিয়ার!]
[আরও পড়ুন: নাড্ডার আপ্ত সহায়ক সেজে ফোন! BJP বিধায়কদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর ছক প্রতারকের]