shono
Advertisement
ChatGPT

ChatGPT-র কেরামতিতে মুহূর্তে তৈরি হচ্ছে ভুয়ো আধার! কীভাবে চিনবেন আসল-নকল?

বাজার ছেয়ে যাচ্ছে নকল আধার কার্ডে।
Published By: Sulaya SinghaPosted: 10:08 PM Apr 04, 2025Updated: 10:08 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআই ছবিতে মজে গোটা দুনিয়া। চ্যাট জিপিটি ছুঁলেই কখনও মিলছে জিবলি এফেক্ট তো কখনও কাল্পনিক কোনও চরিত্রের ধাঁচে নিজেকে খুঁজে নিচ্ছেন নেটিজেনরা। এসব এফেক্ট ক্ষণিকের আনন্দ দেয় বইকী! কিন্তু সমস্যা অন্য জায়গায়। কয়েনের উলটো পিঠের মতোই এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভেলকিতে চোখের নিমেষে তৈরি হয়ে যাচ্ছে ভুয়ো আধার কার্ড! বাজার ছেয়ে যাচ্ছে নকল আধারে। অর্থাৎ যে কোনও ছবি বসিয়ে আধার কার্ড বানিয়ে প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা।

Advertisement

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি আধার কার্ড একঝলকে দেখে বোঝার উপায় নেই যে সেটি নকল। আর যাবতীয় সমস্যা সেখানেই। এবার প্রশ্ন হল কীভাবে বুঝবেন কোনও আধার কার্ড আসল নাকি ভুয়ো? কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রথমত, ভুয়ো আধার কার্ডের ছবি যদি চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করা হয়, তাহলে তা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে সেটি কৃত্রিম। পাশাপাশি ভুয়ো আধার কার্ডে নাম কিংবা ঠিকানার বানানে গন্ডগোল থাকতে পারে। লেখার ফন্ট স্টাইলে অনেক সময় আলাদা হবে। যা আসল আধারের পাশে রাখলেই স্পষ্ট বোঝা সম্ভব।

আসল আধারের সঙ্গে নকল আধারে লেখা নাম কিংবা নম্বরের মধ্য়ে স্পেস, কোলোন, কোমা ইত্যাদির স্টাইল অনেকটাই আলাদা হয়। এর পাশাপাশি আধারের অশোক স্তম্ভও খানিক আর্টিফিশিয়াল হয়ে যায়। সেভাবেও বুঝতে পারবেন কোনটি ভুয়ো। সর্বোপরি আধার কার্ডে যে QR কোডটি থাকে, সেটি স্ক্যান করলে কখনওই আসল আধার কার্ড দেখাবে না। তাই সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েনের উলটো পিঠের মতোই এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভেলকিতে চোখের নিমেষে তৈরি হয়ে যাচ্ছে ভুয়ো আধার কার্ড!
  • বাজার ছেয়ে যাচ্ছে নকল আধারে।
  • অর্থাৎ যে কোনও ছবি বসিয়ে আধার কার্ড বানিয়ে প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা।
Advertisement