সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারণার ফাঁদ। ক্রিকেটার বিরাট কোহলি, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের মতো ব্যক্তিত্বদের ডিপফেক ভিডিও তৈরি করে ভুয়ো স্টক অ্যাপের প্রচার! সম্প্রতি এমন একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। এহেন প্রতারণা চক্র রুখতে এবার স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করল বেঙ্গালুরু পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা হয়েছে মামলা।
সোশাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করার সময় গত ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে সাব-ইন্সপেক্টর রোহিনী রেড্ডি নজরে আসে এমন অসংখ্য ভিডিও। যেখানে দেখা যায়, সীতারমণ, মুকেশ আম্বানি, সাংবাদিক রাজদীপ সরদেশাই, সাংসদ সুধা মূর্তি এবং তাঁর স্বামী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, অভিনেতা হৃতিক রোশন, ক্রিকেটার বিরাট কোহলি-সহ অন্যান্য সেলিব্রিটিদের। যারা বিশেষ একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আবেদন জানাচ্ছেন। যেখানে বিনিয়োগ করলে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। কোথাও আবার অনলাইন গেমে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
সন্দেহজনক সেইসব ভিডিও ভুয়ো বলে অনুমান করেন রোহিনী। সেই মতো ভিডিওগুলি তিনি পুলিশ কমিশনারকে পাঠান। সন্দেহভাজন ভিডিওগুলি খতিয়ে দেখার পর তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন সেগুলি ডিপফেপ প্রযুক্তিতে তৈরি। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। এক শীর্ষ পুলিশকর্তা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারণার এ এক বিরাট জাল। অপরাধীরা বিশিষ্ট ব্যক্তিদের ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে। এই প্রতারণা চক্রকে ধরতে তদন্ত শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি আইন এবং বিএনএস ৩১৮ (প্রতারণা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই গ্রেপ্তার করা হবে অপরাধীদের।
