সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলের ঠিকানা বদলানো বেজায় ঝক্কির। নতুন আইডি চাইলেই বানানো যায়। কিন্তু সেক্ষেত্রে পুরনো আইডির ডেটা ও পরিষেবা ক্ষুণ্ণ হবে। এবার আর সেই সমস্যায় পড়তে হবে না ইউজারদের। জিমেল অ্যাকাউন্ট যাঁদের তাঁরা এবার ডেটা পরিষেবা অক্ষুণ্ণ রেখেই নিজেদের জিমেলের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তবে পরিবর্তন করা হলে, পুরনো ইমেলের ঠিকানাগুলো সক্রিয় থাকবে। ইউজাররা পুরনো ও নতুন উভয় ঠিকানাতেই পাঠানো ইমেল পেতে থাকবেন। ছবি, মেল এবং ইমেল-সহ পূর্ববর্তী ঠিকানাগুলির সঙ্গে সংযুক্ত সংরক্ষিত ডেটাও প্রভাবিত হবে না।
তবে এখনই এটা সব জিমেল গ্রাহকরা করতে পারবেন না। তবে ধীরে ধীরে সব ইউজাররাই অবশ্য নিজেদের জিমেলের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। গুগলের সাপোর্ট পেজে এমনটাই জানানো হয়েছে। এই খবরে মন ভালো হয়ে গিয়েছে সকলের। বিশেষ করে অনেকেই কম বয়সে অদ্ভুত নামের ইমেল আইডি বানিয়ে ফেলে পরবর্তী সময়ে পস্তান। এবার তাঁরা সেটা বদলে মনমতো নাম রাখতে পারবেন। আবার অনেকে চান গোপন নামের আইডি বানাতে। এক্ষেত্রে সেটাও পারবেন। তবে এই নয়া নিয়মের একটা গেরোও রয়েছে। যে কোনও সময় পুরোনো জিমেল আইডি পুনরায় ব্যবহার করতে পারলেও, একবার পরিবর্তন করার পর পরবর্তী ১২ মাসের জন্য একই অ্যাকাউন্টের জন্য অন্য কোনও ইমেল আইডি কিন্তু বানানো যাবে না।
জিমেলের এই ঘোষণা সোশাল মিডিয়ায় অনেক নেটিজেনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'ফিচারটা প্রয়োজন ছিল ২০০৫ সালে। আসছে ২০২৫ সালে। দুই দশকের দুর্ভোগ।' আরেকজন লিখেছেন, 'তাহলে ‘কুল’ ইউজারনেম আর বিদিকিচ্ছিরি ইমেলগুলো ব্যবহারের সেই সব বছরগুলো মুছে ফেলা যাবে... দুঃখের বিষয়, সেগুলোর সঙ্গে জড়িত স্মৃতিগুলি মোছা যাবে না।' অন্য একজন মজা করে লিখেছেন, 'না, আমি আমার StonerBeast42069 ইউজার নেমটি চিরকাল রাখব।' খুশি রূপান্তরকামীরাও। অনেকেই জানাচ্ছেন, তাঁরা নিজেদের ইমেল আইডির নাম বদলে আগের জীবনের থেকে আরও বেশি দূরত্ব তৈরি করতে পারবেন।
