shono
Advertisement
Relationship Tips

সঙ্গীকে এই ৫ 'দুষ্টু' প্রশ্ন করুন আজই, আরও মাখোমাখো হবে সম্পর্ক!

দু'জনের মধ্যে কথাবার্তা বাড়লে শক্ত হবে সম্পর্কের বুনন।
Published By: Sayani SenPosted: 06:19 PM Dec 27, 2025Updated: 06:19 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন ঘরে বাইরে হাজারও ব্যস্ততা। অফিসের কাজ কিংবা বাড়ির কাজের ব্যস্ততা। সামান্য এদিক ওদিক হলেই ডেডলাইন মিস। আর তা নিয়ে যত সমস্যা। তার ফলে সঙ্গীকে সেভাবে সময় দেওয়াই হয় না। সে কারণে গভীর রাতে মনের মানুষের সঙ্গে আলাপচারিতা সারেন অনেকেই। আপনিও কি তাঁদের তালিকায়? এই পাঁচ 'দুষ্টু' প্রশ্ন করেছেন কখনও? না করে থাকলে আজই করুন। এই শীতের রাতে প্রেম জমে ক্ষীর হতে বাধ্য।

Advertisement

প্রথম প্রশ্ন, জীবনে কাটানো কোন মুহূর্তের অভিজ্ঞতা বারবার ফিরে পেতে চান সঙ্গী? হতে পারে প্রথম দেখা, প্রথম ছোঁয়া, প্রথম চুমু কিংবা প্রথম রাতের অভিজ্ঞতা। এমন প্রশ্ন আপনাদের দু'জনের কাটানোর অতীতের দিনগুলির স্মৃতি আরও টাটকা করে তুলবে। আপনাদের আরও কাছাকাছি আনবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

আপনি সঙ্গীর জীবনে আসার পর থেকে সত্যি কি কিছু বদল হয়েছে তাঁর? হতে পারে হয়তো তাঁর সহ্যশক্তি বেড়েছে। কিংবা যেকোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেড়েছে তাঁর।

কোন ইচ্ছাপূরণে সঙ্গী আজও উদগ্রীব? উত্তরে তিনি আপনাকে নিয়ে দেখা কোনও স্বপ্নের কথা বলতে পারেন। সেকথা যে আপনাদের ভবিষ্যতের পথচলাকে আরও মধুময় করে তুলবে।

জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কী? সঙ্গী যদি খুবই রোম্যান্টিক হন, তবে তিনি বলতেই পারেন আপনার জন্য গোটা জীবন বাঁচতে চান। আরও বেঁধে বেঁধে থাকতে চান দু'জনে।

মনে রাখবেন, দু'জনের সঙ্গে কথাবার্তা বাড়লে একে অপরকে চিনতেও সুবিধা হয়। দু'জন আরও কাছাকাছি আসতে পারবেন। আরও শক্ত হবে সম্পর্কের বুনন। এই ভাঙনের যুগে আপনারাই হয়ে উঠবেন সকলের কাছে দৃষ্টান্ত। তাই জড়তা কাটিয়ে এই প্রশ্নগুলি আজ রাতেই সঙ্গীকে করে ফেলুন। বর্ষশেষে আরও মধুময় হোক আপনাদের সম্পর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গভীর রাতে মনের মানুষের সঙ্গে আলাপচারিতা সারেন অনেকেই।
  • রাতের আলাপচারিতার ফাঁকে পাঁচ 'দুষ্টু' প্রশ্ন করতে ভুলবেন না।
  • তাতে আরও মাখোমাখো হবে সম্পর্ক।
Advertisement