সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে জানেন না, এমন কেউ অন্তত পশ্চিমবঙ্গে নেই। রাজ্য সরকারের তরফে চালু করা এই প্রকল্প দরিদ্রদের কাছে যে ত্রাতা, তা বলার অপেক্ষা রাখে না। এখন আর চিকিৎসার অর্থ কীভাবে জোগাড় হবে তা নিয়ে কাউকে চিন্তা করতে হয় না। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই পাঁচলক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মেলে একেবারে নিখরচায়। কিন্তু একাধিকবার চিকিৎসার পর কার্ডে ব্যালান্স কত রয়েছে, তা জানার উপায় জানা নেই অধিকাংশেরই। ফলে অনেকক্ষেত্রেই হাসপাতালে গিয়ে বিপাকে পড়ে রোগী ও তাঁদের পরিবার। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে সহজে নিজের মোবাইলেই দেখে নেবেন ব্যালেন্স।
১. দু'ভাবে দেখতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স। প্রথমত, এরজন্য যেতে পারেন স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট https://swasthyasathi.gov.in/ -এ। অথবা নিজের ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন স্বাস্থ্যসাথী অ্যাপ।
২. ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন 'Check Your Online Status for Swastha Sathi Card' অপশন। সেটিতে ক্লিক করুন। যদি অ্যাপ ডাউনলোড করে থাকেন তাহলে সেটি খুলুন। বাঁদিকের কোণায় দেখতে পাবেন তিনটি ডট। তাতে ক্লিক করুন। এবার আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে বেশ কিছু অপশন। সেখান থেকে বেছে নিন 'URN Verification'।
৩. যদি ওয়েবসাইট থেকে চেক করেন তাহলে এরপর বেছে নিন আপনার জেলা। নিজের আধার কার্ডের নম্বর দিয়েও সার্চ করতে পারেন। অ্যাপের ক্ষেত্রেও একইভাবে বেছে নিতে হবে জেলা। এরপর দু'ক্ষেত্রেই দিতে হবে URN নম্বর। নিশ্চয়ই ভাবছেন কোথায় পাবেন এই নম্বর? আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচে লেখা নম্বরটিই URN।
৪. স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট থেকে চেক করলে এরপর সাবমিট অপশন পাবেন। মোবাইলে মিলবে 'Show Data'। সেখানে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে স্বাস্থ্যসাথীর যাবতীয় তথ্য। অর্থাৎ ওই কার্ডের ব্যালান্স, পরিবারের কতজনের নাম যুক্ত করা রয়েছে, সবটা। ব্যস, তাহলে আর চিন্তা কী! এভাবে চটপট দেখে নিন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স।
