সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' (UPI)। ভারতের তৈরি অভিনব এই প্রযুক্তি এই মুহূর্তে ব্যবহার করছে পৃথিবীর বহু দেশ। এহেন ইউপিআই-কে এবার স্বীকৃতি দিল 'ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড' (IMF)। আন্তর্জাতিক এই সংস্থা স্বীকার করে নিয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হল ভারতের ইউপিআই। সোমবার সংসদে এই তথ্য প্রকাশ করল খোদ কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার লোকসভায় বলেন, আইএমএফের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ইউপিআই বিশ্বে সবচেয়ে বেশি রিয়েল-টাইম লেনদেনকারী সিস্টেম। জুন ২০২৫ সালের রিপোর্টের ভিত্তিতে এই স্বীকৃতি দিয়েছে আইএমএফ। এর পাশাপাশি এসিআই ওয়ার্ল্ডওয়াইড-এর ২০২৪ সালের রিপোর্টে ১২৯.৩ বিলিয়ন লেনদেন এবং ৪৯% বৈশ্বিক বাজার শেয়ারের সাথে ইউপিআইকে বিশ্বব্যাপী শীর্ষে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রাজিল দ্বিতীয়, থাইল্যান্ড তৃতীয় এবং চিনকে রাখা হয়েছে চতুর্থ স্থানে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার আরবিআই এবং এনসিপিআই ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে সহায়তা করতে লাগাতার পদক্ষেপ করছে।
উল্লেখ্য, বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম হল ইউপিআই। ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা এই প্রযুক্তি চালু করা হয়। UPI এর বৈশিষ্ট্য হল, এটি বিভিন্ন ব্যাংক এবং পেমেন্ট অ্যাপগুলিকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করে, যার ফলে টাকা পাঠানো এবং গ্রহণ করা অত্যন্ত সহজ হয়ে যায়। UPI সিস্টেমের মাধ্যমে গ্রাহক নিজের ব্যাংক অ্যাকাউন্টকে যেকোনো UPI অ্যাপের সাথে লিঙ্ক করতে পারেন, যেমন Google Pay, PhonePe, Paytm, BHIM, অথবা ব্যাংকের নিজস্ব অ্যাপেও। সেই অ্যাপ গ্রাহককে একটি UPI আইডি দেয় যা দেখতে অনেকটা ইমেল আইডির মতো। এই UPI আইডি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড বা অন্যান্য ব্যক্তিগত ক্ষেত্রে প্রবেশ না করেই সরাসরি টাকা লেনদেন করায়। UPI শুধু টাকা লেনদেনের মাধ্যম নয়, এটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, সাবস্ক্রিপশন, অনলাইন শপিং এবং অফলাইন স্টোরগুলিতেও সে কোনও পেমেন্টকে সহজ করে তোলে। দোকানে QR কোড স্ক্যান করলে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয় পেমেন্ট।
