সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে লাগাতার উসকানি দিয়ে চলেছে পাকিস্তান। প্রতিরোধ এবং প্রত্যাঘাত করে চলেছে ভারত। এই পরিস্থিতিতে কেন্দ্র চাইছে দেশবাসী যেন সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। এমনিতেই এর আগে দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে অসামরিক মহড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার জানা যাচ্ছে, কল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেমকে ফের পরীক্ষা করে নিতে চাইছে ভারত সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ফের ফোনে এমন অ্যালার্ট পেতে পারেন দেশবাসী। সেক্ষেত্রে আতঙ্কিত না হওয়াই বাঞ্ছনীয়।
বলে রাখা ভালো, ২০২৩ সালেও এমনই অ্যালার্ট পাঠানো হয়েছিল। সেই বার্তায় জানানো হয়েছিল, ‘এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে এই বার্তাটিকে উপেক্ষা করুন। কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান-ইন্ডিয়া-এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা।’ এয়ারটেল ও জিওর সঙ্গে হাত মিলিয়ে এই সিস্টেম চালু করা হয়েছিল। এবার সেই সিস্টেমই ফের পরীক্ষা করতে পারে সরকার।
এই ধরনের অ্যালার্ট মিস না করতে ফোনে কী সেটিং রাখবেন?
আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন-
সেটিংস খুলুন।
সেফটি ও এমার্জেন্সিতে যান।
ওয়্যারলেস এমার্জেন্সি অ্যালার্টে ট্যাপ করুন।
সব ধরনের অ্যালার্ট অপশন টার্ন অন করুন।
আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন-
সেটিংসে যান।
নোটিফিকেশনে ট্যাপ করুন।
নিচে স্কল করে গিয়ে গভর্নমেন্ট অ্যালার্টে যান।
অ্যালার্টস অন করুন।
