shono
Advertisement
JioHotstar

ফের ধামাকা অফার, বিনামূল্যে 'জিও হটস্টার'-এ দেখা যাবে IPL 2025! জানুন কীভাবে

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫।
Published By: Amit Kumar DasPosted: 08:29 PM Mar 17, 2025Updated: 08:49 PM Mar 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। ক্রিকেট প্রেমীদের বিনোদনের কথা মাথায় রেখে এবার ধামাকা অফার আনল রিলায়েন্স জিও। সংস্থার তরফে জানানো হয়েছে, ২৯৯ বা তার বেশি টাকার রিচার্জে জিও গ্রাহকরা হটস্টারে ৯০ দিন পর্যন্ত দেখতে পাবেন আইপিএলের প্রতিটি ম্যাচ। এর পাশাপাশি নতুন গ্রাহকদের জন্যও আনা হয়েছে বিশেষ অফার।

Advertisement

সোমবার বিজ্ঞপ্তি জারি করে জিও-র তরফে জানানো হয়েছে, এই আইপিএলে অতিরিক্ত কোনও খরচ ছাড়াই গ্রাহকরা নিজের মোবাইল ও টিভিতে দেখতে পারবেন ক্রিকেট ম্যাচ। এর জন্য গ্রাহকদের ২৯৯ বা তার বেশি টাকার যে কোনও রিচার্জ করতে হবে। তাহলেই ৯০ দিনের জন্য জিও হটস্টার ফ্রি হয়ে যাবে। এই অফার পেতে গেলে ১৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে রিচার্জ করতে হবে গ্রাহককে। তবে কেউ যদি ইতিমধ্যেই রিচার্জ করিয়ে থাকেন সেক্ষেত্রে ১০০ টাকার অ্যাড অন প্ল্যানের মাধ্যমে এই সুবিধা পেতে পারবেন। এবং ২২ মার্চ থেকে জিও হটস্টারে প্রতিটি ম্যাচ দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।

এর পাশাপাশি যারা জিওর নতুন সিম নেবেন তাঁদের ক্ষেত্রেও এই সুবিধা থাকবে। সেক্ষেত্রে ২৯৯ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে ৯০ দিনের জন্য বিনামূল্যে পাওয়া যাবে জিও হটস্টার। এর পাশাপাশি রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, জিও হটস্টারের পাশাপাশি এই অফারে গ্রাহকরা বাড়িতে পাবেন ৫০ দিনের জন্য বিনামূল্যে জিওফাইবার বা এয়ারফাইবারের ট্রায়াল কানেকশন। যেখানে বিনামূল্যে আইপিএল দেখার পাশাপাশি ৮০০র বেশি টিভি চ্যানেল, ১১টির বেশি ওটিটি অ্যাপ বিনামূল্যে ওয়াইফাই-সহ আরও অনেককিছু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট প্রেমীদের বিনোদনের কথা মাথায় রেখে এবার ধামাকা অফার আনল রিলায়েন্স জিও।
  • ২৯৯ বা তার বেশি টাকার রিচার্জে জিও গ্রাহকরা হটস্টারে ৯০ দিন পর্যন্ত দেখতে পাবেন আইপিএলের প্রতিটি ম্যাচ।
  • নতুন গ্রাহকদের জন্যও আনা হয়েছে বিশেষ অফার।
Advertisement