shono
Advertisement

Breaking News

WhatsApp

বড় চমক দেবে WhatsApp! ইউজারদের সঙ্গে এবার কথা বলবে মেটা এআই

চ্যাটজিপিটির মতোই অভিজ্ঞতা হবে হোয়াটসঅ্যাপ ইউজারদেরও।
Published By: Biswadip DeyPosted: 02:11 PM Sep 12, 2024Updated: 02:11 PM Sep 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। জানেন কি, এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা? আত্মপ্রকাশ করতে চলেছে মেটা এআই ভয়েস মোড ফিচার। নামকরণ থেকেই পরিষ্কার, এবার সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

Advertisement

আট থেকে আশি কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপে সড়গড়। দিনভর মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে। সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার। সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে সংস্থা। এবার নয়া পদক্ষেপ করছে তারা। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি অবশ্য আগেই অভিজ্ঞতার সুযোগ দিয়েছে ইউজারদের। কিন্তু মনে করা হচ্ছে সেটির মতো বিতর্কিত হবে না এই ভয়েস মোড। প্রসঙ্গত, প্রথমে চ্যাট ইন্টারফেস চালু করেছিল মেটা। লিখে লিখেই নিজেদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন ইউজাররা। এর ব্যবহারও খুবই সহজ। কিন্তু হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে এবার আরও নতুন পদক্ষেপ করতে চলেছে মেটা।

[আরও পড়ুন: মহামেডানে ম্যাকলারেনের সতীর্থ, রোনাল্ডোর দেশের ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাস সাদা-কালো শিবিরে

জানা যাচ্ছে, ইউজাররা নিজেদের পছন্দমতো কণ্ঠস্বরও বেছে নিতে পারবেন। তিনটি আলাদা ধরনের ব্রিটিশ ও দুরকমের মার্কিন কণ্ঠস্বরের ভিতর থেকে বাছার সুযোগ পাচ্ছেন তাঁরা। তবে পরে আরও চারটি কণ্ঠস্বরও যোগ করা হতে পারে। যে কণ্ঠস্বরগুলি জনপ্রিয় ব্যক্তিদের। যা থেকে পরিষ্কার, অদূর ভবিষ্যতে হোয়াটস্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা আরও চমকপ্রদ হতে চলেছে।

এদিকে সম্প্রতি জানা গিয়েছে, এবার গ্রুপ কলিং ফিচারেও বিপ্লব আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সকল সদস্যের কাছে রিং হত। কিন্তু এবার আর তা হবে না। এবার লিংক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।

[আরও পড়ুন: শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যের জের, দিল্লিতে রাহুল-সোনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আত্মপ্রকাশ করতে চলেছে মেটা এআই ভয়েস মোড ফিচার।
  • নামকরণ থেকেই পরিষ্কার, এবার সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
  • হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে এবার আরও নতুন পদক্ষেপ করতে চলেছে মেটা।
Advertisement