shono
Advertisement

কিশোরের সঙ্গে ৭০ বার সঙ্গম, গ্রেফতার তরুণী

পাশবিক! The post কিশোরের সঙ্গে ৭০ বার সঙ্গম, গ্রেফতার তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Oct 19, 2016Updated: 03:42 PM Jan 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের কিশোরের সঙ্গে ৭০ বার যৌন সঙ্গমের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে৷ কিশোরের উপর এহেন পাশবিক অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার হল ওয়েলসের সেই তরুণী৷ জানা গিয়েছে, ইস্টভিল অ্যাভেনিউর বাসিন্দা ডিলা ১৩ বছরের কিশোরের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়৷ প্রেম ও যৌনতার বশবর্তী হয়ে তরুণী ওই বালককে নানাধরনের লাস্য ভরা বার্তাও পাঠাত বলে জানা গিয়েছে৷ এতেই থেমে নেই৷ তরুণীর বাড়িতেই এই কাণ্ড ঘটেছিল বলে জানা গিয়েছে৷

Advertisement

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কিশোর তার মাকে ঘটনাটি সম্পর্কে জানায়৷ কিশোর নিজের বক্তব্যে জানিয়েছিল, গোটা ঘটনাটি সে অনুভব করেছে৷ শুধু তাই নয়, আদালতে মামলাটির শুনানির সময় মেয়েটিকে নির্দোষও বলা হয়৷ কারণ গোটা ঘটনায় নাকি ১৩ বছরের কিশোরের রীতিমতো সায় ছিল৷ ডিলার বাড়িতে দু’জন একসঙ্গে মদ্যপান করে সঙ্গমে লিপ্ত হয়েছিল বলে জানা গিয়েছে৷

The post কিশোরের সঙ্গে ৭০ বার সঙ্গম, গ্রেফতার তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement