shono
Advertisement
terrorist arrested

ফের জেহাদির হদিশ বাংলায়! ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি

জম্মু-কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দাকে গ্রেপ্তার করে। ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে খবর।
Published By: Paramita PaulPosted: 02:01 PM Dec 22, 2024Updated: 02:31 PM Dec 22, 2024

অর্ণব আইচ ও দেবব্রত মণ্ডল: ফের বাংলায় জেহাদির হদিশ! মুর্শিদাবাদের হরিহরপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার ভিন রাজ্য়ের সন্দেহভাজন জঙ্গি। জম্মু-কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দাকে গ্রেপ্তার করে। আজ, রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে।

Advertisement

ধৃতের নাম জাভেদ মুন্সি। আদপে শ্রীনগরের বাসিন্দা। সে তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে খবর।  জাভেদ ক্যানিং হাসপাতালের মোড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়য়ে সেখান থেকে জাভেদরে গ্রেপ্তার করে। সূত্রের খবর, নাশকতামূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তারি। কোন সূত্রে তার হদিশ মিলেছে তা এখনও অজানা। জাভেদ বাংলায় বসে কোনও নাশকতার ছক কষছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কাশ্মীর থেকে কোনও নাশকতামূলক কার্যকলাপ করে বাংলায় আত্মগোপন করেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী আনসারুল্লা বাংলা টিমের সদস্য। বাংলায় বসেই বাংলায় জেহাদের ছক কষছিল তারা। বারবার ভিনরাজ্যের পুলিশ যেভাবে বাংলায় অভিযান চালিয়ে একের পর এক জেহাদিকে গ্রেপ্তার করছে, তাতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বাংলায় জেহাদির হদিশ!
  • মুর্শিদাবাদের হরিহরপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার ভিন রাজ্য়ের সন্দেহভাজন জঙ্গি।
  • জম্মু-কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দাকে গ্রেপ্তার করে।
Advertisement