সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে — তিন বিধাতা নিয়ে। কখন কার ভাগ্যে কী আছে কেউ বলতে পারে না। যার এক জলজ্যান্ত উদাহরণ তেলেঙ্গানার এই ঘটনা। আজ, রাখির দিনেই রাস্তার মাঝখানে বাসে জন্ম হয়েছে ফুটফুটে এক শিশুর। আর এই সদ্যোজাতকে পৃথিবীর আলো দেখিয়েছেন ওই বাসেরই মহিলা কন্ডাক্টর। তাঁর উপস্থিত বুদ্ধির কারণেই এখন সুস্থ রয়েছেন মা ও শিশু।
বাসে, ট্রেনে কিংবা রেল স্টেশনে শিশুর ভূমিষ্ঠ হওয়ার কথা মাঝে মধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সাহায্যের জন্য এগিয়ে আসেন সহযাত্রী কিংবা আশপাশের লোকজন। জানা গিয়েছে, এই ঘটনা তেলেঙ্গানার নাচাহল্লির। আজ, সোমবার বাসে মাহাবুবনগরে ওয়ানপার্টি জেলায় ভাইকে রাখি পরাতে যাচ্ছিলেন সন্ধ্যা নামে এক অন্তঃসত্ত্বা তরুণী। নাচাহল্লির কাছে পৌঁছতেই বাসে প্রসব যন্ত্রণা শুরু হয় সন্ধ্যার। যন্ত্রণায় ছটপট করতে থাকেন তিনি। ব্যাপারটা নজরে আসে জি ভারতী নামে ওই কন্ডাক্টরের। ছুটে আসেন তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই বাস দাঁড় করান। সেই সময় বাসেই ছিলেন একজন নার্স।
[আরও পড়ুন: ‘জেলে ঢোকান কিন্তু বউয়ের কাছে যাব না’, স্ত্রীর আতঙ্কে পুলিশের কাছে আরজি ‘নির্যাতিত’ স্বামীর]
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই নার্সের সহায়তা নিয়ে বাসের মধ্যে সন্ধ্যাকে প্রসব করতে সাহায্য করেন ভারতী। জন্ম হয় ফুটফুটে এক শিশুকন্যার। তার পর সঙ্গে সঙ্গে ডাকা হয় অ্যাম্বুলেন্স। দুজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বর্তমানে দুজনেই সুস্থ রয়েছেন। বাস কর্তৃপক্ষ থেকে শুরু করে সকলেই ওই মহিলা কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধি ও তৎক্ষণাৎ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। রাখির মতো শুভ দিনে ঘরে লক্ষ্মী আসায় খুশি সন্ধ্যার পরিবারও।