সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গোটা দেশ জুড়ে চঞ্চল হাওয়া। বলা ভাল চঞ্চল চৌধুরী ম্যাজিক। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র পর এবার ‘তকদীর’!
হ্যাঁ, ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সুখবর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী চঞ্চল চৌধুরী। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে চঞ্চল লিখলেন, ‘মনপুরা রিমেক হয়েছিল অচিন পাখি কলকাতায়….‘আয়নাবাজি’ রিমেক হয়েছিল ‘গায়ত্রী’ তেলুগু ভাষায়…..এবার তকদীর রিমেক হয়েছে দয়া তেলেগু ভাষায়…..এগুলো আমাদের ইন্ডাস্ট্রির অর্জন।”
[আরও পড়ুন: ‘বলিউড নিজের কবর নিজেই খুঁড়ছে’! শাহিদ কাপুরকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী]
তবে চমক রয়েছে অন্য জায়গায়। ‘তকদীর’ সিরিজের তেলুগু ভার্সানে অভিনয় করেছেন পরিচালক রাম গোপাল ভার্মার ‘সত্য’ ছবির নায়ক জেডি চক্রবর্তী। তেলেগু ভাষার ‘দয়া’ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন পবন সাধীনেনি।
প্রসঙ্গত, গত ১৪ মে ছিল ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ৯৯তম জন্মতিথি। সেদিনই তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘পদাতিক’ (Padatik) ওয়েব সিরিজ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কিন্তু মৃণাল সেনের ভূমিকায় কে অভিনয় করতে পারেন? এই প্রশ্নের উত্তর ২০২২ সালের শেষেই পাওয়া যায়। কিংবদন্তি পরিচালকের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে সম্মতি জানান চঞ্চল চৌধুরী। প্রকাশ্যে আসে ফার্স্টলুক।
ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন চঞ্চল। অবিকল যেন মৃণাল সেন, এমনটাই বলেছিলেন নেটিজেনরা। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কোনও ছবিতে বেশি বয়সের ছাপ দেখা যাচ্ছে, কোনও বয়সে আবার ফুটে উঠেছে আভিজাত্য। আর তাতেই যেন বাজিমাত করছেন অভিনেতা।