সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যকৃতে থাবা বসিয়েছে মারণ ক্যানসার। দীপিকা কক্কর আগেই জানিয়েছিলেন তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। মাঝে অবশ্য শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে পিছিয়ে যায় অপারেশন। তবে মঙ্গলবার ১৪ ঘণ্টা ধরে দীপিকার জটিল অস্ত্রোপচার হল। কেমন আছেন অভিনেত্রী? কৌতূল অস্বাভাবিক নয়। কারণ দীপিকার মারণরোগ ধরা পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরাও। এবার অভিনেত্রী, স্ত্রীয়ের শারীরিক পরিস্থিতির খবর দিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। যিনি নিজেও হিন্দি টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ।
অস্ত্রোপচারের পর দীপিকার শারীরিক পরিস্থিতির খবরাখবর দিতে দেরি হওয়ায় প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছেন শোয়েব। অভিনেতা জানান, "অনেকটা সময় নিয়ে অস্ত্রোপচার হওয়ায় আপনাদের খবর দিতে দেরি হয়ে গেল। ১৪ ঘণ্টা দীপিকা অপারেশন থিয়েটারে ছিল। তবে আল্লার অশেষ কৃপা, সবকিছু ঠিকঠাকভাবেই মিটেছে। দীপিকা বর্তমানে আইসিইউতে রয়েছে। ওঁর ব্যাথাবেদনা রয়েছে ঠিকই তবে পরিস্থিতি স্থিতিশীল। সেরে উঠছে। আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা, সমর্থনের জন্য। আপনাদের প্রার্থনা আমাদের শক্তি জুগিয়েছে। দীপিকা আইসিইউ থেকে বেরলে আবার খবর দেব। ওঁর জন্য একটু প্রার্থনা করুন সকলে।"
টেলিপর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ সিরিয়ালের সুবাদেই দর্শকের অন্দরমহলের প্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। সম্প্রতি যকৃতে টিউমার ধরা পড়ার খবর দিয়েছিলেন। সেইসময়েই অভিনেত্রী জানান, চিকিৎসকদের পরামর্শমাফিক অস্ত্রোপচার করাতে হবে। তবে তখনও কল্পনা করতে পারেননি যে, অচিরেই তাঁর জীবনে নেমে আসবে মারণরোগের খাঁড়া! ২৭ মে রাতে দীপিকা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। কর্কটরোগের দ্বিতীয় ধাপ। কোলে দুধের শিশু। স্বাভাবিকভাবেই এহেন দুঃসংবাদে অভিনেত্রীর পরিবারে যেন বাজ পড়ে!
অভিনয়ের পাশাপাশি দীপিকা কক্কর ভ্লগও করেন। নেটপ্রভাবী হিসেবেও তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসের পর কাশ্মীরের ভ্লগ প্রকাশ্যে আনার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন। শুনতে হয়েছিল নেটপাড়ার কটুকথাও। সেই রেশ থামতে না থামতেই দীপিকার জীবনে বড় ঝড়! অভিনেত্রী জানান, তাঁর যকৃতে ক্যানসার ধরা পড়েছে। এই খবরে তাঁর স্বামী তথা জনপ্রিয় অভিনেতা শোয়েব ইব্রাহিম তো বটেই, পাশাপাশি পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন। সবথেকে বেশি প্রভাব পড়েছে দীপিকার দুধের শিশু রুহানের উপর। যার বয়স মোটে এক বছর। তবে মারণরোগের দ্বিতীয় ধাপ হলেও দমে যাওয়ার পাত্রী নন দীপিকা কক্কর। বরং এই কঠিন সময়ে মন শক্ত রেখেছেন। স্বামী শোয়েবও অভিনেত্রীর সেরে ওঠা নিয়ে ইতিবাচক।
