shono
Advertisement
Adrija Roy

'দুস্থ বাচ্চাদের সিক্রেট সান্টা হতে চাই', বড়দিনের প্ল্যান ফাঁস অদ্রিজার

কী প্ল্যান এবারের বড়দিনে অভিনেত্রীর?
Published By: Arani BhattacharyaPosted: 12:53 PM Dec 25, 2025Updated: 12:53 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের পাশাপাশি হিন্দিতেও জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। এই মুহূর্তে মায়ানগরী মুম্বইয়ের বাসিন্দা তিনি। রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'য় দেখা যাচ্ছে তাঁকে। 'রাহি' চরিত্রে ইতিমধ্যেই নজর কেড়েছেন অদ্রিজা। কলকাতা থেকে দূরে কেমন কাটছে বড়দিন? কী প্ল্যান এবারের বড়দিনে অভিনেত্রীর? সম্প্রতি এক সাক্ষাৎকারে সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন অদ্রিজা।

Advertisement

বড়দিনের প্ল্যান নিয়ে বলতে গিয়ে অদ্রিজা বলেন, "আমার কাছে যে কোনও উৎসব উদযাপন করা মানে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো। বড়দিনেও আমার তাই প্ল্যান রয়েছে। এছাড়াও বড়দিন মানে আমার কাছে খুব ধীর গতিতে শুরু করা একটা অলস দিন। যে দিনে কোনও তাড়া থাকবে না। বাড়ির সকলের সঙ্গে, কাছের মানুষদের নিয়েই আমি এই দিনটা কাটাতে ভালোবাসি। আমার বড়দিনের উদযাপনে কোনও আড়ম্বর থাকে না। আমি খুব সাধারণভাবেই এই দিনটা কাটাতে ভালোবাসি। এবছরও তার ব্যাতিক্রম হবে না। প্রিয়জনেদের সঙ্গেই সময় কাটাবো। সুস্বাদু খাবার খাব আর সুন্দর একটা দিন কাটাব। ব্যস্ত কাজের শিডিউলে এটুকুই তো জীবনের সেরা প্রাপ্তি।"

ছবি- ইনস্টাগ্রাম

ছোটবেলার বড়দিন কেমন কাটত তা নিয়ে অভিনেত্রী বলেন, "ছোটবেলার বড়দিনটা সত্যিই অন্যরকম কাটত। সারা বাড়ি সাজানো থেকে কেক খাওয়া সবটা মিলিয়ে ছোটবেলার বড়দিন ছিল ভীষণ আনন্দের। বড়দিনের উপহারের জন্য অপেক্ষা করা থেকে বাড়িতে কেক, মিষ্টি বানানো, জমজমাট খাওয়াদাওয়া সব মিলিয়ে দিনটা এক্কেবারে অন্যরকম হয়ে উঠত।" এমন কোনও স্মৃতি রয়েছে যা অদ্রিজা ভুলে যেতে চান? এই প্রশ্নের উত্তরে অদ্রিজা বলেছেন, "আমি এটাই বলব যে আমার চিরতরে মুছে ফেলতে চাই না। কারণ আমি মনে করি যে, প্রতিটা ঘটনাই নতুন নতুন অভিজ্ঞতার সঞ্চার করে জীবনে। আমি সেইসব ঘটনাকে স্মরণে রেখে নিজের জীবনে পরিবর্তন আনতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনের প্ল্যান নিয়ে বলতে গিয়ে অদ্রিজা বলেন, "আমার কাছে যে কোনও উৎসব উদযাপন করা মানে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো।"
  • অভিনেত্রী বলেন, "ছোটবেলার বড়দিনটা সত্যিই অন্যরকম কাটত।"
  • "সারা বাড়ি সাজানো থেকে কেক খাওয়া সবটা মিলিয়ে ছোটবেলার বড়দিন ছিল ভীষণ আনন্দের।"
Advertisement