সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক' (Parshuram Ajker Nayak) এবার যাত্রা শুরু করতে চলেছে হিন্দিতেও। বাংলা ধারাবাহিকের সাফল্যের পর তা হিন্দিতেও সম্প্রচার হওয়ার নজির আগেও মিলেছে। এবারও ফের তার সাক্ষী হতে চলেছেন দর্শক-অনুরাগীরা। স্টার জলসার পর্দায় ইন্দ্রজিৎ-তৃণার জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতেও পরশুরামের প্রাপ্ত নম্বর আগামী পর্বগুলো থেকে যেন আরও অনেক প্রাপ্তির আশা দেখেন দর্শক। এবার সেই ধারাবাহিকই হিন্দি টেলিভিশনের পর্দায় দেখবেন দর্শক।
ইতিমধ্যেই চ্যানেলের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে প্রকাশ্যে এসেছে হিন্দিতে এই নতুন ধারাবাহিকের প্রচার ঝলক। ক্যাপশনে লেখা, "পরিবার তাঁর পরিচয়, যার নাম পরশুরাম। পরিচয় করুন মিস্টার ও মিসেস পরশুরামের সঙ্গে খুব তাড়াতাড়ি।' ওই প্রোমোতে দেখা যাচ্ছে, পরিপাটি হয়ে হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজার সারতে। তাঁর একহাতে বাজারের ব্যাগ আর অন্যহাতে বন্দুক। তারপরেই দেখা যায় সপরিবারে হেঁটে যাচ্ছে পরশুরাম।
বাংলায় পরশুরাম ধারাবাহিকে মুখ্য দুই চরিত্রে দর্শক দেখছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা। হিন্দিতে এই দুই চরিত্রে দর্শক কাকে দেখবেন এখন সেটাই দেখার। এখনও ধারাবাহিকের টিমের তরফে কিছু প্রকাশ্যে আনা হয়নি। শুধু তাই নয়, হিন্দিতে পরশুরামের যাত্রা শুরু কবে থেকে শুরু হচ্ছে, শুটিংই বা কতদূর সে সব কিছুও খোলসা করা হয়নি।
