সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার ফলাফল এই সপ্তাহে হাতে এল শুক্রবারে। আর তাতে চোখ রাখতেই দেখা গেল এই সপ্তাহেও টিআরপি (Bengali Serial TRP) তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে সকলের প্রিয় 'পরশুরাম: আজকের নায়ক'। তবে শুধু এই সিরিয়ালই নয় একইসঙ্গে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে 'পরিণীতা'ও। দুই শীর্ষস্থানাধিকারী ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৭.১। যা না বললেই নয়, তা হল এই দুই ধারাবাহিকেই এখন দর্শক দেখতে পাচ্ছেন অ্যাকশনে ভরপুর টানটান পর্ব। সামান্য নম্বরের হেরফেরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৭.০ রেটিং নিয়ে রাঙামতী তীরন্দাজ। সদ্য টেলিপর্দায় জার্নি শুরু করেই তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে পল্লবী ও বিশ্বরূপের ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি।' চৈতন্যদেব আধারিত এই ধারাবাহিক দর্শকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি বরং শুরুতেই মন জয় করেছে।
এই সপ্তাহে স্বস্তিকার ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'ও মোর দরদিয়া' একইসঙ্গে জায়গা করে নিয়েছে চতুর্থস্থানে, পেয়েছে ৬.৭ রেটিং। জীতু-শিরিনের ধারাবাহিকের থেকে জায়গা ছিনিয়ে নিয়েছে এই সপ্তাহে লক্ষ্মী ঝাঁপি, পেয়েছে ৬.০ রেটিং। ষষ্ঠস্থানে রয়েছে একসঙ্গে এই সপ্তাহে তিনটি ধারাবাহিক। রয়েছে 'চিরসখা', 'জোয়ার ভাঁটা' ও 'আমাদের দাদামণি'। উজি-নিশা ও অন্যদিকে স্বতন্ত্র-কমলিনীর জার্নি এঁকে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বললেও ভুল হবে না। সঙ্গে রয়েছে প্রতীকের ধারাবাহিকও। এই সপ্তাহে তিনটি ধারাবাহিকেরই একসঙ্গে প্রাপ্ত নম্বর ৫.৮।
এই সপ্তাহে 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিক পেয়েছে ৫.৭ রেটিং। অষ্টমস্থানে জায়গা পেয়েছে এই সপ্তাহে 'চিরদিনই তুমি যে আমার', বিয়ের পর্ব এলেও তাতে যে চিঁড়ে ভেজেনি সে কথা বলাই বাহুল্য। জীতু আর শিরিনের পর্দার বিয়ে নানা টুইস্ট নিয়ে এলেও তা দর্শকের ভালোবাসা থেকে যে বঞ্চিত হয়েছে সে কথা বলাই বাহুল্য। এই সপ্তাহে 'চিরদিনই তুমি যে আমার' পেয়েছে ৫.৬ রেটিং। প্রথম থেকেই দর্শকের মনে দাগ কাটার চেষ্টা করলেও ভালো রেটিং পাওয়া ধারাবাহিকের সঙ্গে ঠিক এঁটে উঠতে পারেনি 'কম্পাস'। ৫.৪ রেটিং নিয়ে এই সপ্তাহে রয়েছে নবমস্থানে। তালিকায় সব শেষে রয়েছে 'কনে দেখা আলো', পেয়েছে ৪.৯ রেটিং।
