shono
Advertisement
Ditipriya Roy

শুটিংয়ের মাঝেই হঠাৎ নাক থেকে গলগল করে রক্ত! দ্রুত হাসপাতালে দিতিপ্রিয়া, হবে অস্ত্রোপচার

হঠাৎ কী হল অভিনেত্রীর?
Published By: Arani BhattacharyaPosted: 02:35 PM Oct 08, 2025Updated: 04:15 PM Oct 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আমেজ কাটতে না কাটতেই দুঃসংবাদ দিলেন টেলিপর্দার 'রানি মা' দিতিপ্রিয়া রায়। এইমুহূর্তে তিনি ব্যস্ত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে। তার মাঝেই জানালেন নিজের অসুস্থতার কথা।

Advertisement

বুধবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দিতিপ্রিয়া জানান, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে। অভিনেত্রী লেখেন, 'আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।' কিন্তু ঠিক কী হয়েছে অভিনেত্রীর? জানা যাচ্ছে, দিতিপ্রিয়ার নাকি নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। আর তারই অস্ত্রোপচার হবে। বছর দুই আগেই নাকি এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। মাঝে মাঝেই তাঁর নাক থেকে রক্ত পড়ত। তা নিয়েই চলত কাজ। তবে খুব ছোট একটি অস্ত্রোপচার হবে বলেই জানিয়েছেন পর্দার 'রানি মা'। সঠিক চিকিৎসা ও বিশ্রামের পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে টেলিপর্দায় অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন দিতিপ্রিয়া রায়। জি বাংলার পর্দায় 'রানি রাসমণি' ধারাবাহিকে রানি মা'র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জীতু কমলের বিপরীতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এইমুহুর্তে তিনি ব্যস্ত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে।
  • বুধবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে দিতিপ্রিয়া জানান, তাঁর একটি অস্ত্রোপচার হতে চলেছে।
  • অভিনেত্রী লেখেন, 'আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না।"
Advertisement