সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে সাতপাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার দুই অভিনেত্রী! প্রথমবার এহেন বিরল ঘটনা নিয়ে দিনকয়েক ধরেই বাংলার বিনোদুনিয়ায় কানাঘুষো। শোনা যায়, মন বিনিময়ের পর চুপিসারেই নাকি ছাঁদনাতলায় 'মধুরেণ সমাপয়েৎ' ঘটেছে ছোটপর্দার দুই অভিনেত্রীর। স্বাভাবিকভাবেই সমকামী জুটিকে নিয়ে কৌতূহল সর্বত্র। কানাঘুষো, শনিবার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে দুই নায়িকার চার হাত এক হয়েছে। তবে আমন্ত্রিতের সংখ্যা একশো হলেও বিয়ের আসরে ছবি তোলার অনুমতি ছিল না কারোরই। অতঃপর দুই অভিনেত্রীকে নবদম্পতি বেশে কৌতূহলীদের দেখার সাধ একেবারে বিশ বাঁও জলে! তবে যাঁদের নিয়ে এহেন গুঞ্জনে তোলপাড় নেটভুবন, সম্প্রতি তাঁদেরই একজন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন এপ্রসঙ্গে।
টলিপাড়ায় গুঞ্জন, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন রিয়া দত্ত। যদিও অভিনেত্রীদ্বয়ের কারও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের ইঙ্গিতবাহী কোনও পোস্ট বা ছবি নেই। কিন্তু তাঁরা যে পরস্পরকে অনুসরণ করেন এবং একে-অপরের ছবিতে লাইক দেন, সেই বিষয়টি কারও নজর এড়ায়নি। প্রথমটায় শোনা গিয়েছিল, নিজেদের সমকামী সম্পর্কের কথা এখনই জনসমক্ষে আনতে নারাজ তাঁরা! আর সেইজন্যেই নাকি বিয়েতে এত রাখঢাক ছিল। এমনকী আমন্ত্রিতদের ছবি তোলায় নিষেধাজ্ঞাও জারি করেন অভিনেত্রীযুগল! আদৌ কি সত্যি ঘটনা? গুঞ্জনের পালে হাওয়া লাগতেই মুখ খুলেছেন সুচন্দ্রা।
প্রথমত, সমকামী বিয়ের জল্পনাকে 'বালখিল্য গুঞ্জন' বলে তোপ দেগেছেন অভিনেত্রী। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে সুচন্দ্রা সাফ জানিয়েছেন, অকারণ গুঞ্জনে কোনওরকম মন্তব্য করতে নারাজ তিনি। কিন্তু আচমকাই কেন এহেন গুঞ্জন তাঁদের ঘিরে? এপ্রসঙ্গে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করা সুচন্দ্রার যুক্তি, পাহাড়ে নিজের হোমস্টেতে দিন কয়েক ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। ওই একইসময়ে সম্ভবত আরেক অভিনেত্রী রিয়া দত্তও কলকাতার বাইরে ছিলেন। আর তাতেই এহেন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও রিয়ার শেয়ার করা একাধিক ছবির সঙ্গে সুচন্দ্রার হোমস্টের সাযুজ্য খুঁজে পেয়েছেন নিন্দুকদের একাংশ, তবে এসবে আমল দিতে নারাজ অভিনেত্রী। কারণ তাঁর কথায়, রিয়া দত্ত মাঝেমধ্যেই পাহাড়ে বেড়াতে যান। কিন্তু সমকামী বিয়ের গুঞ্জন রটায় এহেন ডামাডোলে নাকি এতটাই বিবৃত হয়ে পড়েছেন অভিনেত্রী যে, আগামী দিনেও বিয়ে করবেন কিনা, সেটাকেও ভাবনাস্তরেই রেখেছেন।
