সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিই ‘ইন্ডাস্ট্রি’। এই বাংলা ছবির দুনিয়ার বহু ভাঙা-গড়ার সাক্ষী তিনি। আর সময়ের সেই ওঠাপড়াকে অঙ্গ করেই বদলে বদলে গিয়েছেন তিনি নিজেও। তাঁর সমসাময়িকরা যখন অভিনয় দুনিয়া থেকে অনেকখানি দূরে, তখন তিনি নিজেকে এই পরিবর্তিত দুনিয়ার সঙ্গে মানিয়ে নিয়ে হয়ে উঠেছেন সমকালীন। সেই ‘অমর সঙ্গী’ থেকে ‘জাতিস্মর’- তাঁর অভিনয়ের শঙ্খচিলের উড়ান আজও একইরকম। আর তাই আজও তাঁর নামের পাশেই বসতে পারে ‘ওয়ান’। সেই তিনি এবার করলেন এক বড় ঘোষণা। টলি ইন্ডাস্ট্রির জন্য যা নিঃসন্দেহে চমকপ্রদ।
[ পদ্মার মায়া, ভালবাসার চোরাকারবার আর বাঙালির ‘বিসর্জন’ ]
বাংলা ছবি তাঁর পরিচালনার স্বাদ আগেই পেয়েছে। এবার জাতীয় স্তরেও নিজেকে মেলে ধরতে চান তিনি। বরাবরই নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেন । আর সে চ্যালেঞ্জের মধ্যে থেকেই উঠে আসে আর একটা নতুন করে প্রসেনজিৎ। ঠিক যেভাবে ‘নায়ক’ প্রসেনজিৎ থেকে বদলে গিয়েছিলেন জাতিস্মরে। সেই চ্যালেঞ্জ নিয়ে তাঁর বক্তব্য, “এবার এটার পিছনে আর একটা যুদ্ধ, আর একটা লড়াই, আর একটা নতুন প্রসেনজিতের জন্ম হবে।”
শুনে নিন কী বললেন প্রসেনজিৎ:
The post টলিপাড়ায় চমক! কেরিয়ারে এবার এই বড় ঘোষণা করলেন প্রসেনজিৎ appeared first on Sangbad Pratidin.
