shono
Advertisement
Rajnandini Paul

জনপ্রিয়তার মোহ! সিনেমা-সিরিজের পর এবার ধারাবাহিকের প্রধান চরিত্রে রাজনন্দিনী

সিনেমা ও সিরিজের পর এবার ছোটপর্দায় অভিষেক ইন্দ্রাণীকন্যার।
Published By: Arani BhattacharyaPosted: 06:54 PM May 18, 2025Updated: 06:54 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃত্যশিল্পী-অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর কন্যা  রাজনন্দিনী পাল অভিনয়ের জার্নি শুরু করেছিলেন বড় পর্দায়। তারপর একের পর এক ছবি ও সিরিজে অভিনয় করে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন রাজনন্দিনী। ইতিমধ্যে মনে গেঁথে গিয়েছে জনপ্রিয়তার বিষয়টিও। আর তাই সিরিজ ও সিনেমার পর এবার ছোটপর্দায় আসছেন ইন্দ্রাণীকন্যা। 'রাণী ভবানী' ধারাবাহিকে অভিষেক ঘটছে তাঁর। ধারাবাহিকের রানির চরিত্রেই অভিনয় করবেন রাজনন্দিনী। আর নিজের নতুন কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

Advertisement

 

সিরিজ বা সিনেমাতে কাজ করার দরুণ পেশাদার মনোভাব তৈরি হয়েছে ইন্দ্রাণীকন্যার। রাজনন্দিনী মনে করেন, ছোট পর্দায় কাজ করলে দর্শকের মনে জায়গা করে নেওয়া অনেক সহজ। নিয়ম করে প্রতিদিনের জন্য যদি দর্শকের ড্রয়িংরুমে, থুড়ি টেলিভিশনে তাঁর উপস্থিতি কাজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলবে। এমনটাই মনে করেন অভিনেত্রী। মা ইন্দ্রাণী দত্তকেও তিনি একইভাবে বড়পর্দা ও ছোটপর্দায় সমান তালে কাজ করতে দেখেছেন। তাতেই নাকি অভ্যস্ত রাজনন্দিনী। ইতিমধ্যেই তাঁর নতুন ধারাবাহিকের প্রোমো দেখে ফেলেছেন দর্শকরা। তাঁর প্রতি ভালোলাগা ও শুভেচ্ছা উজাড় করে দিয়েছেন অনুরাগীরা।

রাজনন্দিনী আরও মনে করেন, কোন মাধ্যমে তিনি কাজ শুরু করেছেন, তা গুরুত্বপূর্ণ নয়। বরং নিজেকে নানা চরিত্রে ভেঙে দর্শকের কাছের জনপ্রিয় হয়ে ওঠাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জের বিষয়। ঐতিহাসিক চরিত্র নাকি রাজনন্দিনীর বরাবরের পছন্দ। তাই রানি ভবানীর চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। একইসঙ্গে একই চরিত্র ও বিষয়বস্তু নিয়ে অন্য চ্যানেলেও আরও একটি ধারাবাহিক আসছে। কঠিন প্রতিযোগিতা বলে মনে হচ্ছে? মোটেই না। সেই ধারাবাহিক নিয়ে নাকি বিশেষ চিন্তিতই নন অভিনেত্রী। নিজের কাজ আপাতত মন দিয়ে করতে চান রাজনন্দিনী পাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবি ও সিরিজে অভিনয় করে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন রাজনন্দিনী।
  • সিরিজ ও সিনেমার পর এবার ছোট পর্দাতে অভিষেক ঘটছে তাঁর।
  • নিজের নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই বেশ উচ্ছ্বসিত রাজনন্দিনী।
Advertisement