সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার টেক্সাস শহরে উন্মোচিত হল ৯০ ফুটের হনুমান মূর্তি। 'স্ট্যাচু অফ ইউনিয়ন' নামের এই মূর্তিটিকে মার্কিন শহরের নবতম ল্যান্ডমার্ক বলা হচ্ছে। যেহেতু কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান দীর্ঘদেহী ভগবান বজরংবলী। এটিই ভারতের বাইরে সবচেয়ে বড় হনুমান মূর্তি। অন্যদিকে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি। স্ট্যাচু অফ লিবার্টি (১৫১ ফুট) এবং পেগাসাস অ্যান্ড ড্রাগনের (১১০ ফুট) পরেই।
টেক্সাসের সুগারল্যান্ড এলাকায় রয়েছে শ্রী অষ্টলক্ষ্মী মন্দির। এই মন্দির-প্রাঙ্গনেই স্থাপন করা হয়েছে নতুন মূর্তিটিকে। গত ১৫-১৮ আগস্ট অবধি সেখানে ছিল প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভগবান রাম ও মা সীতার পুনর্মিলনে ভগবান হনুমানের ভূমিকার কথা মাথায় রেখে মূর্তির নামকরণ করা হয়েছে 'স্ট্যাচু অফ ইউনিয়ন'। মন্দিরের তরফে আরও জানানো হয়েছে, ভক্তদের অনুপ্রেরণা দেওয়া হনুমান মূর্তিটি তৈরির পিছনে বড় ভূমিকা নিয়েছেন চিন্না জিয়ার স্বামীজির। যিনি পদ্মভূষণপ্রাপ্ত বেদজ্ঞ পণ্ডিত বটে। উত্তর আমেরিককে আধ্যাত্মিক কেন্দ্র হিসেব গড়ে তুলতেই এই প্রয়াস, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: মর্মান্তিক! সাইকেলে জড়াল বিদ্যুতের খোলা তার, স্কুল থেকে ফেরার পথে মৃত্যু পড়ুয়ার]
এদিন হনুমান মূর্তি উন্মোচনের সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। ৭২ ফুটের ফুলের মালা পরানো হয় বজরংবলীর গলায়। এই সময় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভক্তরা জয় শ্রীরাম, জয় বজরংবলী ধ্বনি দেন।