shono
Advertisement

Breaking News

ভাঙা রাস্তায় জমা জলে স্নান করেই প্রতিবাদ মডেলের

রাস্তার খানাখন্দে জমে থাকা জলে স্নান করেই সারা বিশ্বকে তিনি জানিয়ে দিলেন তাঁর শহরের রাস্তার বেহাল দশার কথা৷ The post ভাঙা রাস্তায় জমা জলে স্নান করেই প্রতিবাদ মডেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Oct 31, 2016Updated: 03:40 PM Oct 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙা রাস্তার যন্ত্রণায় নাজেহাল অধিবাসীরা৷ কিন্তু প্রশাসনকে বলে কয়েও কোনও সুরাহা হয়নি৷ শেষমেশ এক অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিলেন এক তরুণী মডেল৷ রাস্তার খানাখন্দে জমে থাকা জলে স্নান করেই সারা বিশ্বকে তিনি জানিয়ে দিলেন তাঁর শহরের রাস্তার বেহাল দশার কথা৷

Advertisement

রাস্তার এই ভাঙা অবস্থা বরাবরই বিপাকে ফেলে অধিবাসীদের৷ কিন্তু প্রশাসনের দরজায় হত্যে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না৷ এর আগে একই ঘটনায় প্রতিবাদের এক অন্য ভাষা দেখা গিয়েছিল ভারতে৷ রাস্তার খানা-খন্দকে দেবতাজ্ঞানে পুজো করে সে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিও ভাইরাল হওয়ায় পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল প্রশাসন৷

এবারের ঘটনা অবশ্য তাইল্যান্ডে৷ জানা যাচ্ছে, যে এলাকায় বাস করেন ওই তরুণী সেখানকার রাস্তা বহুদিন ধরেই বেহাল৷ কিন্তু কোনও মেরামতির পদক্ষেপ নেয়নি প্রশাসন৷ এরপরই এ চমকপ্রদ কাজ করেন তিনি৷ রাস্তার জমা জলে বসে স্নান করার ছবি তুলে তা ছড়িয়ে দেন সে দেশের সোশ্যাল মিডিয়ায়৷ আর এরপরই নড়েচড়ে বসে সে দেশের প্রশাসন৷ তরুণী ওই মডেলকে আশু রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে৷

 

The post ভাঙা রাস্তায় জমা জলে স্নান করেই প্রতিবাদ মডেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement