shono
Advertisement

অবিবাহিত তরুণীদের মোবাইল ব্যবহারে ‘না’, বিতর্কিত ফরমানে সায় কংগ্রেস বিধায়কের

ঠাকোর সম্প্রদায়ের ফতোয়াকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গানিবেন ঠাকোর৷ The post অবিবাহিত তরুণীদের মোবাইল ব্যবহারে ‘না’, বিতর্কিত ফরমানে সায় কংগ্রেস বিধায়কের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Jul 17, 2019Updated: 05:35 PM Jul 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিবাহিত তরুণীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল গুজরাটের বানাসকান্ঠার দান্তিওয়াড়ার তালুকে৷ ঠাকোর সম্প্রদায়ের ফতোয়াকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গানিবেন ঠাকোর৷ বিতর্কিত ফরমানকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়৷

Advertisement

[ আরও পড়ুন: তীর্থে গিয়ে বিবাদ, মন্দিরে পুজো দিয়েই খাদে মরণধাক্কা স্ত্রীকে]

অবিবাহিত তরুণীদের জীবনযাত্রা ক্রমাগত আধুনিক হচ্ছে৷ তা নিয়ে আপত্তি ঠাকোর সম্প্রদায়ের৷ কীভাবে জীবনযাপন করা উচিত তরুণীদের, তা স্থির করতেই আলোচনায় বসেন ওই গুজরাটের বানাসকাণ্ঠার দান্তিওয়াড়ার তালুকে ঠাকোর সম্প্রদায়ের কমপক্ষে ৮০০ জন৷ গত ১৪ জুলাই দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা৷ সেখানেই অবিবাহিত মহিলাদের মোবাইল ব্যবহার এবং ভিন জাতে বিয়ে করার বিষয়ে আলোচনা করা হয়৷ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঠাকোর সম্প্রদায়ের কোনও মেয়ে যদি অন্য সম্প্রদায়ের কোনও ছেলেকে বিয়ে করে তাহলে তার দায় বর্তাবে মেয়েটির বাবা-মায়ের উপর। ওই কাজের জন্য মেয়েটির পরিবারকে ১.৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই কাজ যদি ঠাকোর সম্প্রদায়ের কোনও মেয়ে করে তাহলে ছেলেটির পরিবারকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

অবিবাহিত মেয়েদের হাতে মোবাইল থাকলে তারা সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়বে৷ এতে তাদের পড়াশোনায় ক্ষতি হবে বলেই মত ঠাকোর সম্প্রদায়ের নেতাদের৷ তাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়৷

[ আরও পড়ুন: কর্ণাটক আস্থা ভোটে যোগ দিতে বাধ্য নয় বিধায়করা, রায় শীর্ষ আদালতের]

ঠাকোর সম্প্রদায়ের সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়তেই উঠেছে সমালোচনার ঝড়৷ এ যুগেও কীভাবে অবিবাহিত মহিলাদের মোবাইল ব্যবহার এবং ভিন জাতে বিয়ের ক্ষেত্রে ফতোয়া জারি হতে পারে, তা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। তবে তা সত্ত্বেও ঠাকোর সম্প্রদায়ের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন কংগ্রেস বিধায়ক গানিবেন ঠাকুর। এই সিদ্ধান্তের জেরে অবিবাহিত মহিলারা কোনওভাবেই ‘বিপথে চালিত’ হতে পারবেন না বলেই সাফাই তাঁর৷

The post অবিবাহিত তরুণীদের মোবাইল ব্যবহারে ‘না’, বিতর্কিত ফরমানে সায় কংগ্রেস বিধায়কের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement