রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একুশের আগে বেকারদের জন্য বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের। এবার চাকরির প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি। ক্ষমতায় এলেই নিয়োগ করা হবে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে, দাবি গেরুয়া শিবিরের। রবিবারই প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। বিজেপির এই ঘোষণার আশার আলো দেখতে শুরু করেছে যুব সমাজ। ভোটকে পাখির চোখ করেই এই ঘোষণা, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
রবিবার বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হল সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) ও সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূলের শাসনকালে বাংলায় বেকারত্ব বৃদ্ধি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা। এরপরই চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়োগ হবে। বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।”
[আরও পড়ুন:দলবিরোধী কাজের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে বহিষ্কার তৃণমূলের]
বাংলার বেকারত্ব সমস্যা নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তোলেন মুকুল রায়। বলেন, “এখন বাংলায় শিল্প সম্মেলন হয়। কিন্তু বিনিয়োগ হয় না। সিঙ্গুরেও কিছু হয়নি। টাটাকে তাড়ানো ছিল সব থেকে বড় ভুল।” এরপরই রাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় আয়-ব্যায়ের খতিয়ান দাবি করেন বিজেপি নেতা। ফের বলেন, বাংলায় অবিলম্বে ৩৫৬ ধারা জারি প্রয়োজন। সামনে একুশের নির্বাচন। বাংলা দখলে মরিয়া বিজেপি (BJP)। রাজ্যের রাশ নিজেদের হাতে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে চাকরির প্রতিশ্রুতির পিছনে একাধিক কারণ খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।