shono
Advertisement

নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত

যেই দেশ সন্ত্রাসের উৎসস্থল, সেই দেশই মানবাধিকার নিয়ে কথা বলতে এসেছে? প্রশ্ন ভারতীয় দূতের৷ The post নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Mar 02, 2017Updated: 03:24 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নিজে সন্ত্রাসের দৈত্যকে তৈরি করেছে, আর সেই দৈত্য এখন তাদেরই গ্রাস করছে৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের ৩৪তম অধিবেশনে এভাবেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে সোচ্চার হল ভারত৷

Advertisement

ফের তদন্ত হোক মুম্বই হামলার, পাকিস্তানকে সাফ জানাল ভারত

এদিন বক্তব্যের শুরু থেকেই পাকিস্তানের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভারতের দূত তথা রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অজিত কুমার৷ তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসের আঁতুরঘর৷ গত দুই দশক ধরে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীরা এখানেই ঘাঁটি গেড়েছে৷ জম্মু-কাশ্মীরের অশান্তি ও সীমান্ত পেরিয়ে জঙ্গি হানার নেপথ্যেও পাক মুলুকেরই হাত রয়েছে৷ মানবাধিকারের এর চেয়ে বড়মাপের লঙ্ঘন আর কীই বা হতে পারে? যেই দেশ সন্ত্রাসের উৎসস্থল, সেই দেশই আবার মানবাধিকারের কথা বলতে এসেছে বলেও কটাক্ষ করেন কুমার৷

ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

এর আগে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে ভারতের তীব্র সমালোচনা করে পাকিস্তান৷ বালোচিস্তানের অশান্তির জন্যও ভারতকেই দায়ী করা হয়৷ তার জবাবে অজিত কুমার এদিন বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ভারতের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারই সেখানে প্রশাসন চালায়৷ আর তা ভারতের একান্ত ব্যক্তিগত বিষয়৷

নয়া আইনে ১০টি বাতিল নোট রাখলেই জরিমানা ১০ হাজার

The post নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement