shono
Advertisement

Breaking News

‘গণপিটুনি নয়, তবরেজের বাবা খুন হন’, সংবাদমাধ্যমের খবর ওড়ালেন নিহতের কাকা

দিনকয়েক আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়,তবরেজের বাবাও নাকি মারা গিয়েছিলেন গণপিটুনিতে৷ The post ‘গণপিটুনি নয়, তবরেজের বাবা খুন হন’, সংবাদমাধ্যমের খবর ওড়ালেন নিহতের কাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:34 PM Jun 28, 2019Updated: 06:34 PM Jun 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই একটানা ১৮ ঘণ্টা ধরে বেধড়ক মারধরে মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডের বাসিন্দা তবরেজ আনসারির৷ ওই যুবকের মৃত্যু নিয়ে তোলপাড় রাজনীতির ময়দান৷ এরই মাঝে তাঁর বাবার মৃত্যু নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা৷ অনেকেরই দাবি, গণপিটুনিতেই নাকি মারা গিয়েছিলেন তবরেজের বাবাও৷ যদিও সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তবরেজের কাকা৷ দাদাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলেই জানিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: মেলেনি অ্যাম্বুল্যান্স, বাইকে চেপে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছলেন অন্তঃসত্ত্বা]

গত ১৮ জুন দু’জনের সঙ্গে জামশেদপুরে যাচ্ছিলেন তবরেজ৷ অভিযোগ, ঝাড়খণ্ডের খরসঁওয়া দিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে বেশ কয়েকজন তাঁকে ঘিরে ধরে৷ সুযোগ বুঝে দুই সঙ্গী পালিয়ে যায়৷ উন্মত্ত জনতার রোষের শিকার হন তবরেজ৷ স্থানীয়রা কেউ লাঠিসোঁটা নিয়ে তবরেজকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে থাকে৷ আক্রমণকারীদের কাছে কাকুতিমিনতি করলেও কোনও লাভ হয়নি৷ একটানা প্রায় ১৮ ঘণ্টা ধরে এভাবেই তবরেজের উপর চলে অকথ্য অত্যাচার৷ মারধরের পাশাপাশি তবরেজকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ৷ পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই যুবককে৷

মারধরের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শিরোনামে তবরেজ৷ তাঁর বাবার মৃত্যু নিয়ে চলছে জোর আলোচনা৷ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, গণপিটুনিতে মারা গিয়েছিলেন তবরেজের বাবা মারসুদ আলম৷ কিন্তু সেই দাবি খারিজ করে দিলেন তবরেজের কাকা মাকসুদ আলম৷ তিনি বলেন, ‘‘১৫ বছর আগে তবরেজের বাবা মারা গিয়েছেন৷ অনেকেই বলছেন গণপিটুনিতে তিনি মারা গিয়েছে৷ তবে তা সত্যি নয়৷ তবরেজের বাবা খুন হয়েছিলেন৷ এক বন্ধুই তাকে ব্যক্তিগত বিবাদের জেরে খুন করেছিল৷ মৃত্যুর সপ্তাহখানেক পর রাজনগর থানার কাছে আমরা তাঁর দেহ খুঁজে পাই৷ তবে থানায় অভিযোগ জানাইনি আমরা৷’’ একই দাবি তবরেজের বাবার এক বন্ধুরও৷ গণপিটুনি হোক কিংবা খুন, তবরেজ এবং তবরেজের বাবার নৃশংসভাবে মৃত্যুর জেরে শোকে ভাসছে পরিবার৷

[ আরও পড়ুন: নিখুঁত লক্ষ্যে আছড়ে পড়ল আণবিক অস্ত্র বহনে সক্ষম ‘পৃথ্বী’ মিসাইল]

The post ‘গণপিটুনি নয়, তবরেজের বাবা খুন হন’, সংবাদমাধ্যমের খবর ওড়ালেন নিহতের কাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement