স্টাফ রিপোর্টার: পুজোর জন্য একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়ি। অলিগলির রাস্তা ধরে যে যাবে তারও উপায় নেই। গলির ভিতরে মণ্ডপ। অসুস্থ রোগী নিয়ে সোজা মা উড়ালপুলে উঠে পড়ল রিকশা।
কলকাতার ব্যস্ততম উড়ালপুল মা। দিনভর গাড়ির চাপ লেগে থাকে। দুর্ঘটনা রুখতে সেতুতে সাইকেল, রিকশা নিষিদ্ধ। রাত দশটার পর বাইক চলাচলও বন্ধ। ষষ্ঠীর সন্ধ্যায় ব্যস্ত এই সেতুতে রিকশা নিয়ে উঠে পড়লেন চালক। সেতুতে রিকশা চলতে দেখে তাজ্জব হয়ে যান গাড়ি চালকরা।
তিলজলা ট্রাফিক গার্ডের নজরে আসতেই রিকশা চালককে আটকান। দেখেন রিকশায় রয়েছেন অসুস্থ রোগী। জিজ্ঞাসা করতে চালক জানান, রোগীকে নিয়ে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজে যাচ্ছেন। কিন্তু পুজোর সময় রাস্তায় যানজট থাকে। অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাই দ্রুত হাসপাতালে পৌঁছতে মা উড়ালপুলে উঠে পড়েন। এদিকে রিকশা উঠে পড়ায় সেতুতে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় ট্রাফিক। রিকশা থেকে রোগীকে নামিয়ে পুলিশের গাড়িতে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। পুজোর সময় রাস্তায় ব্যাপক যানজট। তার উপর মা উড়ালপুলে হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অফিস ফেরত যাত্রী ও দর্শনার্থীরা।
[আরও পড়ুন: চাহিদা ১ কোটি, সপ্তমীতে এক-একটি পদ্মের দাম চড়ল ৫০ টাকা]
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ৬টা ৪০ মিনিট নাগাদ রুবির দিক থেকে একটি রিকশা এসে মা উড়ালপুলে উঠে যায়। চার নম্বর ব্রিজে নামার লেন ধরে চলতে থাকে। রিকশা চলতে দেখে সেতুর উপর সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রিকশায় অসুস্থ ব্যক্তি ছিলেন। রিকশা থেকে নামিয়ে তাঁকে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রিকশা চালককে না নামানো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা যাচ্ছিল না। সেতুর উপর গাড়ির গতি বেশি থাকে। রিকশাটি দুর্ঘটনায় পড়তে পারত। রিকশাটি সেতু থেকে নেমে যাওয়ার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
তবে প্রশ্ন উঠেছে, কী করে রিকশাটি সেতুতে উঠল? সেতুতে ওঠার মুখে কেন আটকানো হল না? উড়ালপুলের উপরে ট্রাফিক পুলিশ থাকে না। সেখানে যান চলাচল পুরোটাই অটোমেটিক সিস্টেমে করা হয়। এই ঘটনার পর সেতুর মুখে ট্রাফিক নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক তরুণ। দুর্ঘটনা রুখতে মা উড়ালপুলে গতিতেও রাশ টানা হয়েছে। তবে এর আগে মা উড়ালপুলে রিকশা নিয়ে উঠে পড়া এমন কাণ্ড ঘটেনি।