সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় (Excise Policy Case) বৃহস্পতিবারই গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই আশঙ্কা প্রকাশ করলেন আপ আদমি পার্টির শীর্ষ নেত্রী অতিশী। কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্তের প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকদের পাশে চাইছেন তিনি। অতিশী বলছেন, কেন্দ্র ইন্ডিয়া জোটকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করছে। সবটাই করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে।
অতিশীর দাবি, তাঁদের কাছে খবর আছে অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হতে পারে। সেই ছক কেন্দ্রীয় এজেন্সি কষছে। আর সেটা কোনও দুর্নীতির জন্য নয়। সেটা করা হলে করা হবে শুধু বিজেপির বিরুদ্ধে বলার জন্য। বিজেপির বিরোধিতা করার জন্য। তাঁর দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পর ইন্ডিয়া জোটের অন্য নেতাদের নিশানা করবে কেন্দ্র। এর পর একে একে তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, পিনারাই বিজয়নদের নিশানা করা হবে। তাই ইন্ডিয়া নেতাদের প্রস্তুত থাকতে হবে।
[আরও পড়ুন: বিশ্বভারতীর ফলক বিতর্কে এক সুর মমতা-শুভেন্দুর! উপাচার্যকে সংশোধনের পরামর্শ বিরোধী দলনেতার]
আবগারি দুর্নীতি মামলায় (Excise Policy Case) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ২ নভেম্বর তলব করেছে ইডি। বৃহস্পতিবার কেজরিকে ইডির নয়াদিল্লির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর আগস্টে দায়ের হওয়া আবগারি মামলার প্রথম এফআইআর-এ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম না থাকলেও চার্জশিটে কেজরির নাম রয়েছে বলে খবর। গত এপ্রিলে অবশ্য কেজরিওয়ালকে সিবিআই একবার তলব করেছিল। এবার তাঁকে ডাকা হয়েছে ইডির তরফে।
[আরও পড়ুন: দলবদলুদের নেওয়া ভুল ছিল, চাপে বার্তা সুকান্তর, ইঙ্গিত শুভেন্দু শিবিরের দিকে?]
ইতিমধ্যেই এই মামলায় মণীশ সিসোদিয়া (Manish Sisodia), সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন-সহ বেশ কিছু আপ শীর্ষ নেতা জেলবন্দি। এবার নিশানা করা হচ্ছে খোদ কেজরিকে। অতিশীর অভিযোগ, এবার গোটা আপ দলটাকেই শেষ করে দিতে চাইছে বিজেপি।