shono
Advertisement

পাখির বিষ্ঠা দিয়ে ফেসিয়াল! ত্বক হয় উজ্জ্বল, খরচ জানলে চোখ কপালে উঠবে

পাখির বিষ্ঠার কোন বিশেষত্ব ম্যাজিক করছে?
Posted: 07:58 PM Apr 10, 2023Updated: 07:58 PM Apr 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে যা ছিল খাবার জিনিস এখন তা রূপচর্চার উপাদান। দই থেকে শশা কিংবা মধু… এমন হাজারটা জিনিসের নাম বলা যায়। পাড়ায় পাড়ায় বিউটি পার্লার গজিয়ে ওঠা দিনকালে বিষয়টি নিয়ে ব্যঙ্গও কম হয়নি। বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ গান বেঁধেছে ‘ত্বকের যত্ন নিন’। তাই বলে কষ্টের পয়সা খসিয়ে পাখির বিষ্ঠা মাখতে হবে? তাও আবার মুখে? মাখতে হবে নয়, মাখছেন গোটা পৃথিবীর সুন্দরীরা। কারণ ওই বিষ্ঠা ব্যবহার করা হয় এক ধরনের ফেসপ্যাক (Face Pack ) হিসেবে। রীতিমতো দামি ফেসপ্যাক। বিশ্বাস হচ্ছে না?

Advertisement

তবে কিনা এই ঘটনা ঘোর বাস্তব। নেপথ্যে রয়েছে নাইটিঙ্গেল পাখি (Nightingale Bird)। জাপানি (Japan) নাইটিঙ্গেল। এই পাখির বিষ্ঠা দিয়েই বিশেষ ধরনের ফেসপ্যাক তৈরি করা হয়। যা রীতিমতো জনপ্রিয়। যদিও বিরাট দামের কারণে সাধারণ মানুষের সাধ্যের অতীত। জাপানি নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন সেলিব্রেটি এবং ধনকুবেররা। একবার এই প্যাক ব্যবহারে খরচ পড়ে প্রায় ১৪ হাজার টাকা। এখন প্রশ্ন ওঠে, পাখির বিষ্ঠার কোন বিশেষত্ব ম্যাজিক করছে মুখমণ্ডলে?

[আরও পড়ুন: ‘আমাদের ভূখণ্ড দখলের ক্ষমতা নেই কারও’, অরুণাচল সফরে চিনকে হুঁশিয়ারি অমিত শাহর]

গবেষকরা জানিয়েছেন, নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় গুয়ানিন নামের একপ্রকার উৎসেচক থাকে। গুয়ানিন চামড়াকে নরম রাখে। এই কারণেই এই প্যাক ইতিমধ্যে ব্যবহার করেছেন টম ক্রুজ, ভিক্টোরিয়া বেকহ্যাম-সহ একাধিক সেলিব্রেটি। জাপানে বেড়াতে গেলে, সাধ্য থাকলে আপনিও ব্যবহার করতে পারেন নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক। তবে কিনা ঘেন্না পেলে চলবে না।

[আরও পড়ুন: পেগাসাস অতীত, এবার আড়ি পাততে ৯৮৬ কোটি খরচে সফটওয়্যার কিনছে কেন্দ্র! বিস্ফোরক কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার