shono
Advertisement
S Jaishankar

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সবার আগে মোদির ভারত, ভোটমুখী মহারাষ্ট্রে বার্তা জয়শংকরের

'২৬/১১ মুম্বই হামলার জবাব দিতে পারেনি', কংগ্রেস জমানাকে কটাক্ষ বিদেশমন্ত্রীর!
Published By: Amit Kumar DasPosted: 05:47 PM Oct 27, 2024Updated: 05:47 PM Oct 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে পালটা জবাব দিতে পারেনি ভারত।' নাম না করে ২০০৮ সালে তৎকালীন কংগ্রেস সরকারকে এভাবেই নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। একইসঙ্গে বার্তা দিলেন, বর্তমানে মোদি সরকারের আমলে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বিশ্বের পথ প্রদর্শক আমাদের দেশ। নির্বাচনের আঁচে পুড়তে থাকা মহারাষ্ট্রের মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে দেশের বিদেশমন্ত্রী জানালেন সন্ত্রাসবিরোধীতার ক্ষেত্রে দেশ তার নীতি কতখানি বদলে ফেলেছে।

Advertisement

রবিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠক থেকে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, 'মুম্বইয়ে যা হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিৎ নয়। তবে সেই সময়ে এমন ভয়াবহ সন্ত্রাসবাসী হামলার পরও ভারতের তরফে কোনও কড়া প্রতিক্রিয়া ছিল না। বর্তমানে মুম্বই শহর ভারত তথা গোটা বিশ্বের কাছে সন্ত্রাবাদ প্রতিরোধের প্রতীক হয়ে রয়েছে।' একইসঙ্গে তিনি যোগ করেন, 'ভারত যখন রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল তখন সন্ত্রাসবিরোধী কমিটির সভাপতি ছিলাম আমরা।' পাশাপাশি কংগ্রেস ও বিজেপি দুই জমানার নীতি স্পষ্ট করে জয়শংকর বলেন, 'মুম্বইয়ের যে হোটেল সন্ত্রাসবাদী হামলার সাক্ষী হয়েছিল, সেই হোটেলেই আমরা সন্ত্রাসবিরোধী প্যানেলের বৈঠক করেছি।'

একইসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান তুলে ধরে জয়শংকর বলেন, বর্তমান সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান গোটা বিশ্বের কাছে স্পষ্ট। এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের পথপ্রদর্শক ভারত। আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছি, তখন এটা অত্যন্ত পরিষ্কার যে কেউ কোনওরকম হামলা চালালে তার যথোপযুক্ত প্রতিক্রিয়া তারা পাবে। এছাড়া সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে নিশানায় নিয়ে বলেন, 'আপনি দিনে ব্যবসা করছেন আর রাতে সন্ত্রাস। সব জেনেও আমাকে অভিনয় করতে হবে যে সব ঠিকঠাক আছে এটা চলতে পারে না। ভারত সন্ত্রাসবাদের মুখোশ খুলবে। তার জন্য আমাদের যা করতে হয় তা করব।'

তবে সন্ত্রাসবাদ নিয়ে বার্তা দিলেও জয়শংকর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, তৎকালীন কংগ্রেস জমানায় ভারতের দুর্বল নীতি এবং বর্তমান মোদি জমানায় সেই নীতিতে কতখানি বদল এসেছে। পাশাপাশি ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারতের স্বপ্নের কথাও তুলে ধরেন বিদেশমন্ত্রী। ভোটমুখী মহারাষ্ট্রের উদ্দেশে বার্তা দেন, 'বিকশিত ভারতের লক্ষ্যে বিকশিত মহারাষ্ট্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন এক রাজ্য যা সব দিক থেকে এগিয়ে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে পালটা জবাব দিতে পারেনি ভারত,' বার্তা জয়শংকরের।
  • নাম না করে ২০০৮ সালে তৎকালীন কংগ্রেস সরকারকে এভাবেই নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
  • বর্তমানে মোদি সরকারের আমলে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বিশ্বের পথ প্রদর্শক আমাদের দেশ।
Advertisement