shono
Advertisement

পাঞ্জাব পুলিশের রুদ্ধশ্বাস অপারেশন, আটক খলিস্তানি নেতা অমৃতপাল সিং!

আটক করা হয়েছে অমৃতপালের ৬ সঙ্গীকেও।
Posted: 05:02 PM Mar 18, 2023Updated: 08:40 AM Mar 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত খলিস্তানি নেতা (Khalistani leader) অমৃতপাল সিংকে (Amritpal Singh) আটক করল পাঞ্জাব পুলিশ। দ্বিতীয় ‘ভিন্দ্রানওয়ালে’ হিসেবে পরিচিত ওই নেতাকে ধরতে এদিন সকাল থেকে তৎপরতা শুরু হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। অবশেষে জলন্ধরের নাকোদরে আটক করা হল তাঁকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

Advertisement

এদিন আগেই আটক করা হয়েছে অমৃতপালের ৬ সঙ্গীকে। তাঁদের কোনও অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন পুলিশের পঞ্চাশেরও বেশি তল্লাশি চালাচ্ছিল অমৃতপাল ও তাঁর সঙ্গীদের সন্ধানে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। রবিবার পর্যন্ত ওই পরিষেবা বন্ধই রাখা হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: DA অনশন মঞ্চে নওশাদকে ধাক্কা! মার খেয়েও ‘গান্ধীগিরি’ ISF বিধায়কের]

খলিস্তানি সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান অমৃতপাল। গত মাসেই তাঁর ঘনিষ্ঠ অনুচর লভপ্রীত তুফানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই অমৃতপাল লভপ্রীতের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করতে আরজি জানান। সাফ জানিয়ে দেন, “এক ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগ খারিজ না করলে ফল ভাল হবে না। অভিযোগ বাতিল না করলে যদি কোনও সমস্যা হয়, তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র প্রশাসন।” এরপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। থানা ঘেরাও করেছিলেন অমৃতপালের অনুগামীরা। হামলায় আহত হন কয়েকজন পুলিশকর্মী। উল্লেখ্য, ‘ওয়ারিস পঞ্জাব দে’ তৈরি করেছিলেন প্রয়াত রাজনীতিবিদ দীপ সিধু। তাঁর মৃত্যুর পরই সংগঠনের দায়িত্ব বর্তায় অমৃতপালের উপরে।

[আরও পড়ুন: আসানসোল কম্বল কাণ্ড: নয়ডা থেকে গ্রেপ্তার BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement