সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে বাড়ছে উৎসাহ। চড়ছে উত্তেজনার পারদ। খেলার জগতের ব্যক্তিত্ব থেকে রাজনৈতিক নেতা-মন্ত্রী কাদের আমন্ত্রণ জানানো হল, কারা তালিকা থেকে বাদ পড়লেন, এই ঘিরে জোর আলোচনা চলছে দেশজুড়ে। এবার জানা গেল, আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক উদ্বোধনে কোন বলি সেলেবদের আমন্ত্রণ করা হয়েছে।
একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামমন্দিরের উদ্বোধনে হাজির থাকতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকাদের। এছাড়াও রয়েছেন আয়ুষ্মান খুরানা, টাইগার স্রফ, সানি দেওল, অজয় দেবগণ, অনুপম খেররা। তবে শুধুই বি-টাউন নয়, আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী সুপারস্টারদেরও। থালাইভা রজনীকান্ত থেকে সুপারস্টার প্রভাস, চীরঞ্জীবী, ধনুষ, ঋষভ শেট্টিদেরও ২২ জানুয়ারি দেখা যেতে পারে অযোধ্যায়। পাশাপাশি বলিউড পরিচালক রাজকুমার হিরানি, সঞ্জয়লীলা বনশালী, রোহিত শেট্টিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও বলিউডের তিন খান- শাহরুখ, সলমন এবং আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: ছত্তিশগড়ের জঙ্গলে জওয়ানদের সঙ্গে তীব্র গুলির লড়াই, মৃত কমপক্ষে ৩ মাওবাদী]
উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলগুলির বিধায়ক-সাংসদদেরও। আবার শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি-সহ খেলার দুনিয়ার তারকাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ গিয়েছে টেলিপর্দার ‘রাম-সীতা’ অরুণ গোভিল, দীপিকা চিখলিয়ার কাছেও। কিন্তু রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’ সুনীল লহরী (Sunil Lahri)। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে যে অযোধ্যায় চাঁদের হাট বসতে চলেছে, তা বলাই বাহুল্য।