shono
Advertisement

কল খারাপ হলেই ডাক, মহিলাদের দুর্ভোগ ঘোচাতে নলকূপ সারাচ্ছেন ‘টিউবওয়েল চাচি’রাই

পনরো জনেই বাজিমাত, কুর্নিশ নারীশক্তিকে৷ The post কল খারাপ হলেই ডাক, মহিলাদের দুর্ভোগ ঘোচাতে নলকূপ সারাচ্ছেন ‘টিউবওয়েল চাচি’রাই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Jun 25, 2018Updated: 05:08 PM Jun 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জলই জীবন! জীবন দিয়ে এই গুরুত্ব জানেন ওঁরা৷ কারণ, সামান্য জল সংগ্রহ করতে গিয়েই ওঁদের পাড়ি দিতে হয় কয়েক কিলোমাটার৷ মাথায় কলশির উপর কলশি চাপিয়ে সকাল-বিকেল জল সংগ্রহ করাটাই যে ওঁদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ৷ শত কষ্ট হলেও এক দিনের জন্যও এই কাজ থেকে বিরত থাকার সুযোগও মেলে না ওঁদের৷ ফলে, ওঁরা বোঝেন জল অপচয়ের কষ্ট৷ আর এই কষ্টকেই পুঁজি করে জোট বেঁধেছেন মধ্যপ্রদেশের অনামী চিতোরপুরের মহিলারা৷ এলাকায় জলকষ্ট দূরীকরণের লক্ষ্যে গড়ে তুলেছেন বাহিনী৷ অল্পদিনেই বেড়েছে নাম-ডাক৷ গ্রামের বেশিরভাগ লোকের সমস্যা সমাধানের একমাত্র ভরসা হয়েছে দাঁড়িয়েছে ‘হ্যান্ডপাম্প ওয়ালি চাচি’রা৷ কারণ, যেখানেই জলের সমস্যার খবর মেলে,  সেখানেই দল বেধে ছুটে যান চিতোরপুর গ্রামের ‘চাচি’রা৷ মুহূর্তেই করেন সমাধান৷

Advertisement

সম্প্রতি, এই ‘চাচি’দের কৃতিত্বের কথা তুলে ধরে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই৷ সংবাদ সংস্থার ভিডিও টুইটারে পোস্ট হতেই ছড়িয়ে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দু’মিনিট চার সেকেন্ডের ভিডিওটি৷ ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন লম্বা ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা ‘চাচি’রা৷

[  ‘অধিকার অর্জনে মুসলিমদের ভোট দিতে হবে মুসলিম প্রার্থীকেই’, আবেদন ওয়েসির ]

ঠিক কী কাজ করেন ‘হ্যান্ডপাম্প ওয়ালি চাচি’রা? প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ জনের দলটির মূল কাজই হল গ্রামের খারাপ ডিপ টিউবয়েলগুলি মেরামত করা৷ কারণ, গ্রামের টিউবয়েলগুলি খারাপ হলে সরকারিভাবে তার মেরামতি করতে লেগে যেত বহু সময়৷ ফলে, টিউবয়েল মেরামত না হওয়া পর্যন্ত জল সংগ্রহে গ্রামের মহিলাদের পাড়ি দিতে হত কয়েক কিলোমিটার৷ মহিলাদের সমস্যা মেটাতে জোট বাঁধেন মহিলারাই৷ গড়ে তোলেন একটি সমিতি৷ গত নয় বছর দল বেঁধে গ্রামে গ্রামে ঘুরে টিউবয়েল মেরামতির কাজ নিজেদের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা৷ নয় বছরের এই লড়াই প্রসঙ্গে ১৫-চাচির মন্তব্য, ‘‘আমাদের এখানে জলের সমস্যা আছে৷ তাই আমরা গ্রামবাসীদের জন্য এই কাজ করে থাকি৷ আমারা প্রত্যেকেই টিউবয়েল মেরামিতর জন্য জোট বেঁধেছি৷ গত ন’বছরে আমরা এই কাজ করেছি, কোনও আর্থিক সহযোগিতা ছাড়াই৷ নিজেদের উদ্যোগে এই কাজ করলেও সরকারি ভাবে আমরা কোনও সাহায্য পাইনি৷ কিন্তু, তাতে আমাদের কাজ থেমে থাকেনি৷ বরং দুর্গম পথও পায়ে হেঁটে আমরা পৌঁছে গিয়ে টিউবয়েল মেরামত করেছি৷’’

The post কল খারাপ হলেই ডাক, মহিলাদের দুর্ভোগ ঘোচাতে নলকূপ সারাচ্ছেন ‘টিউবওয়েল চাচি’রাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement