সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে গৃহস্থকে চিঠি দিয়ে ডাকাতি করতে আসত বাংলার দুধর্ষ ডাকাত দল। হাজার নৃশংসতার পরেও শিশু-মহিলাদের সম্মান করত তারা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসে ওই রকম ‘মানবিক’ চোর-ডাকাতের দেখা মেলে। তাই বলে বাস্তবেও! দিল্লির (Delhi) রোহিনীর বাসিন্দা এক বৃদ্ধের কিন্তু তেমনই অভিজ্ঞতা হল। সম্প্রতি ছেলের বাড়িতে গিয়েছিলেন তিনি, সেই সুযোগে চোর ঢুকেছিল বাড়িতে। যদিও গোটা বাড়ি তোলপাড় করে নগদ কিংবা গয়নার মতো মূল্যবান কিছুই পায়নি বেচারা। এর পরের ঘটনা চমকে দেওয়ার মতো। বেজায় রেগে বাড়িতে ভাঙচুর চালাল চোর? না, তেমন কিছুই করেনি। তাহলে?
২০ জুলাই গভীর রাতে চোর ঢোকে ৮০ বছরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনায়ার এম রামকৃষ্ণর বাড়িতে। রামকৃষ্ণ জানিয়েছেন, ১৯ জুলাই সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে গুরুগ্রামের ছেলের কাছে যান তিনি। ২১ জুলাই সকালে এক প্রতিবেশী জানান, রাতে তাঁর বাড়িতে চোর ঢুকেছিল। দ্রুত ফিরে এসে দেখেন, সদর দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে বেজায় অবাক হন তিনি। বুঝতে পারেন বাড়িতে অন্য লোক প্রবেশ করেছিল বটে, তবে কিছুই চুরি যায়নি।
[আরও পড়ুন: আরও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, রাজনৈতিক অশান্তি এড়াতে নির্দেশ হাই কোর্টের]
রামকৃষ্ণ জানিয়েছেন, আলমারির কোনও জিনিস খোয়া যায়নি। পুলিশকে তিনি আরও জানান, আসলে তাঁর বাড়িতে মূল্যবান কিছুই ছিল না। টাকা, গয়না তো বহু দূরের কথা। অর্থাৎ কিনা চোরের সময় এবং পরিশ্রম দুই নষ্ট হয়েছে। অনেক ক্ষেত্রেই এমন ঘটনায় রাগে বাড়িতে ভাঙচুর চালায় চোরের দল। এক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটেনি। বরং উলটো কাণ্ড দেখা গিয়েছে। যা জেনে অবাক সকলেই। বাড়িতে কিছু না পেয়ে উলটে গৃহস্থের জন্যই ৫০০ টাকা রেখে গিয়েছে ‘মানবিক’ চোর।