shono
Advertisement

ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন

অজান্তে নিজের বিপদ ডেকে আনছেন না তো? The post ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:19 PM Apr 08, 2017Updated: 01:52 PM Apr 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় এমন এসেছে৷ অ্যাকচুয়াল জগতের চেয়ে ভারচুয়াল জগতেই বেশি ভাল থাকেন মানুষজন৷ কিন্তু এই ভাল থাকার আড়ালেই লুকিয়ে রয়েছে কিছু বিপদ৷ বিশেষ করে ফেসবুকের বাসিন্দাদের ক্ষেত্রে৷ ভাল-মন্দের এই ফারাক খুবই সূক্ষ্ম৷ একটু এদিক থেকে ওদিক হলেই ঘটতে পারে বড় বিপদ৷ তাই ফেসবুক যা খুশি পোস্ট করার আগে জেনে নিন ফেসবুকের বুকে কোন পোস্টগুলি একেবারেই করবেন না৷

Advertisement

জন্ম তারিখ দেবেন না – ফেসবুকে অনেকেই জন্মের সাল তারিখ দিয়ে থাকেন৷ অনেকে আবার পরিবারের সদস্যদেরও জন্মের সাল-তারিখ দিয়ে দেন৷ কিন্তু এর মাধ্যমে নিজের কোনও গুরুত্বপূর্ণ তথ্য দুষ্কৃতীদের হাতে দিয়ে দিচ্ছেন না তো? সাধারণত বেশিরভাগ মানুষই নিজের জন্ম তারিখ ও সালের সঙ্গে মিল রেখে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড গুলি দিয়ে থাকেন৷ এটাই অনেক সময় হয়ে ওঠে হ্যাকারদের প্রধান অস্ত্র৷

রিলেশনশিপ স্ট্যাটাস– আপনার সম্পর্ক আপনার ব্যক্তিগত বিষয়৷ তা ফেসবুকের মতো পাবলিক প্ল্যাটফর্মে না দেওয়াই ভাল৷ মেয়েদের ক্ষেত্রে বিশেষত নিজের ‘সিঙ্গল’ হওয়ার খবর একদম চাউর করবেন না৷ এতে কিছু অযাচিত ‘রোমিও’ বিরক্ত করার সুযোগ পেয়ে যেতে পারে৷

নিজের ভৌগলিক অবস্থান জানানো– কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এই কথা সচরাচর ফেসবুকে প্রকাশ করবেন না৷ মনে রাখবেন আপনার প্রোফাইলে অনেকেরই নজর থাকতে পারে৷ আর সেই নজরদারি ভাল নাও হতে পারে৷

বাড়িতে একা থাকার কথা– বাড়িতে আপনি একা আছেন৷ এই কথা ঘুনাক্ষরেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না৷ চারদিকে যেভাবে অপরাধে সংখ্যা যেভাবে বাড়ছে তাতে যেকোনও সময় যেকোনও কিছু হয়ে যেতে পারে৷ এমন সময় আপনার একা থাকার কাহিনি কেন জানাতে যাবেন পুরো পৃথিবীকে?

বাচ্চাদের ছবি পোস্ট করা– বাচ্চাদের ছবি যতোই সুন্দর উঠুক তা ফেসবুকে পোস্ট করার আগে সবদিক ভাবনাচিন্তা করে নেবেন৷ জানেন, আপনার বাচ্চার ছবিগুলির কতভাবে অপব্যবহার হতে পারে? কোনও জাল খবর তৈরি কিংবা অশালীন ওয়েবসাইটেও ব্যবহার হতে পারে আপনার আদরের ছবিটি৷ তাই দেখেশুনে ছবি পোস্ট করবেন আর তাতে অবশ্যই বাচ্চার জন্মতারিখ বা স্থান লিখবেন না৷

The post ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement