shono
Advertisement

Breaking News

সাতসমুদ্রের ওপারে থাকলেও ছুঁতে পারবেন মনের মানুষকে

গল্প নয় সত্যি! জানেন কীভাবে ঘুচবে প্রেমের দূরত্ব? The post সাতসমুদ্রের ওপারে থাকলেও ছুঁতে পারবেন মনের মানুষকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Feb 16, 2017Updated: 01:32 PM Feb 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবেসে দূরে থাকা বড় কষ্টকর৷ যে জনে প্রেমের এই ব্যাথা জানে, সে জনই মানে এই কথা৷ হালফিলে স্কাইপ, ভিডিও কলের জমানায় সেই আক্ষেপ কিছুটা মেটে বটে৷ কিন্তু সে তো কেবলই চোখের দেখা আর মুখে দু’টো কথা বলা৷ এতে কী আর প্রাণ জুড়ায়৷ লং ডিসট্যান্স রিলেশনশিপের এই জ্বালা কিছুটা নয় অনেকটাই মিটতে চলেছে৷

Advertisement

শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও

সাত সমুদ্র তেরো নদীর অন্যপ্রান্তে থেকেও ভালবাসার মানষটির সঙ্গে শুধু কথা বলেই কিংবা চোখে দেখেই ক্ষান্ত হতে হবে না৷ তাঁকে ছুঁয়েও দেখতে পারবেন৷ এই পদ্ধতি নাকি আবিষ্কার করে ফেলেছেন কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক কারমান নিউস্টেডার৷ এক বিশেষ প্রকারের দস্তানা আবিষ্কার করেছেন তিনি৷ যার মাধ্যমে ভিডিও চ্যাট করাকালীন আপনি সঙ্গীর হাত ছুঁতে পারবেন, তাঁর গালে হাত দিতে পারবেন, আবার আলিঙ্গনও করতে পারবেন৷ আর আপনার সঙ্গীও দিব্যি অনুভব করতে পারবেন আপনার ভালবাসার ছোঁয়া৷

জিও-র ফ্রি পরিষেবার সুনামিতে ভাটার টান

বিশেষ এই দস্তানার নাম দেওয়া হয়েছে ফ্লেক্স-এন-ফ্লেক্স৷ এর মধ্যে থাকা সেন্সরগুলি মাইক্রো-কন্ট্রোলারের সঙ্গে অ্যাটাচ করা থাকে৷ ওয়াই-ফাই মডিউলে ব্যবহার করতে হয়৷ দস্তানার মধ্যে গলানো হাত নাড়ালেই সেন্সরগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ভালবাসার মধ্যে শারীরিক দূরত্বও ঘুচে যায়৷ তবে এখনও পরীক্ষা-নীরিক্ষার স্তরেই রয়েছে এই দস্তানা৷ সব দিক পরীক্ষা করেই ছাড়া হবে বাজারে৷

বুদ্ধির জোরে অনেক এগিয়ে থাকে প্রথম সন্তান

The post সাতসমুদ্রের ওপারে থাকলেও ছুঁতে পারবেন মনের মানুষকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement