shono
Advertisement

চুরি হতে পারে পোষ্য, মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির মহিলা

প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস পুলিশের।
Posted: 04:07 PM Mar 08, 2023Updated: 04:07 PM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক মহিলা। শখ করে মোরগ কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন। মহিলার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন নধর প্রাণীটিকে চুরি করে খেয়ে ফেলতে পাশের বাড়ির লোকেরা। বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিশগড়ের (Chhattisgarh) রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজ্ঝর। তাঁর অভিযোগ, পাশের বাড়ির বুগল এবং দুর্গা মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে ওঁরা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খাওয়ার ধান্দা করছে। বেশ কিছুদিন ধরেই মোরগটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিলেন বুগল এবং দুর্গা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তাঁরা। যদিও ব্যর্থ হয়।

[আরও পড়ুন: পায়রাকে খাবার দিলেই মোটা অঙ্কের জরিমানা দেশের এই শহরে, কেন এমন নির্দেশিকা?]

এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। তারপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। বুগল এবং দুর্গার বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তাঁর প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার তোড়জোড় চলছে। সেদিন ঝগড়া, এমনকী বুগলের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন।

[আরও পড়ুন: বাক্সবন্দি পুরনো আইফোন নিলামে, দাম উঠল ৫২ লাখ]

এর পরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দু’পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার